সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টার সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক *** প্রবাসীদের ভোট দেওয়ার পথ খুঁজতে অংশীজনদের সঙ্গে বসবে ইসি *** দেশের আর্থিক পরিস্থিতির উন্নতি হচ্ছে: কেন্দ্রীয় ব্যাংক *** তিনদিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন পুতিন *** পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান বাণিজ্য উপদেষ্টার *** অবশেষে মডেল মেঘনা আলমের জামিনে মুক্তি *** নকশাবহির্ভূত রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল *** ‘প্রাচীন জ্ঞানের দোহাই’ দিয়ে ভারতে নিজের মূত্রপান বাড়ছে *** ভারত ও পাকিস্তান দুই পক্ষই সংযম প্রদর্শন করবে, আশাবাদ চীনা পররাষ্ট্রমন্ত্রীর *** অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা বিরক্তিকর: সংস্কৃতি উপদেষ্টা

ঢাকায় ট্রাফিক আইনে একদিনে ৭৩৪ মামলা, জরিমানা ৩১ লাখ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর সড়কে বিশৃঙ্খলা, যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামাসহ বিভিন্ন কারণে সৃষ্ট দীর্ঘ দিনের যানজটে অতিষ্ঠ নগরবাসী। ফলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবগুলো ট্রাফিক বিভাগ। 

এরই ধারাবাহিকতায় সড়কে যারা বিশৃঙ্খলা করছে এবং আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ।

একদিনে ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭৩৪টি মামলা ও ৩০ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পুলিশ।

রোববার (২২শে সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

আরও পড়ুন: ট্রাফিক আইন লঙ্ঘন করায় একদিনে ৩০৩ মামলা, জরিমানা ১২ লাখ টাকা

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। শনিবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭৩৪টি মামলা ও ৩০ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার টাকার মধ্যে তিন লাখ ৩৪ হাজার ৫০০ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৬৪টি গাড়ি ডাম্পিং ও ৩৫টি গাড়ি রেকার করা হয়েছে।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

এসি/ আই.কে.জে/

জরিমানা আদায় ট্রাফিক আইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন