রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেদারল্যান্ডসকে উড়িয়ে বাংলাদেশের শুরু *** ট্রাম্প মারা গেছেন—এক্সে অনেকেই কেন লিখছেন এই কথা *** ৪ শতাংশ সুদে আরও দুই বছর ঋণ পাবেন ভূমিহীন কৃষকেরা *** ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প *** সেই মেরুন টি-শার্ট পরা হামলাকারীর পরিচয় জানালেন প্রেস সচিব *** নুরের অবস্থা স্থিতিশীল, জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক *** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস *** টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ২২ মাস পর একাদশে সাইফ

মঙ্গল গ্রহ নিয়ে ইউরোপীয় মহাকাশ সংস্থার নতুন পরিকল্পনা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

লাল রঙের মঙ্গল গ্রহ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। তাই দীর্ঘদিন ধরে মঙ্গল গ্রহকে প্রাণধারণের উপযোগী করতে গবেষণা করছেন বিজ্ঞানীরা। শুধু বিজ্ঞানীরাই নন, মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপনের জন্য কাজ করছেন স্পেসএক্স, টেসলাসহ খুদে ব্লগ লেখার সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক।

আগামী দশকের মধ্যে মঙ্গল গ্রহে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসাও। এবার আগামী ১৫ বছরের মধ্যে মঙ্গল গ্রহে যেতে চায় ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইসা)। এরই মধ্যে মঙ্গল গ্রহে মানববসতি স্থাপনের একটি উচ্চাভিলাষী পরিকল্পনাও প্রকাশ করেছে সংস্থাটি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ইউরোপীয় মহাকাশ সংস্থার পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৫ বছরের মধ্যে মঙ্গল গ্রহে স্বনির্ভর আবাসস্থল তৈরির পাশাপাশি এআই প্রযুক্তি কাজে লাগিয়ে বিভিন্ন ফসল উৎপাদন করা হবে। এ পরিকল্পনা বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ থাকলেও ইউরোপের বিভিন্ন দেশের সহযোগিতা ও প্রযুক্তিগত অগ্রগতির কাজে লাগিয়ে মঙ্গল গ্রহে থাকার স্বপ্ন পূরণ করা হবে।

ইউরোপীয় মহাকাশ সংস্থার মহাপরিচালক জোসেফ অ্যাশবাচার জানিয়েছেন, নতুন এ পরিকল্পনা পৃথিবীর কক্ষপথ ও তার বাইরে ইউরোপের স্থিতিশীল উপস্থিতি গড়ে তোলার রোডম্যাপের অংশ। প্রযুক্তি ২০৪০ শীর্ষক এ পরিকল্পনায় মহাকাশে মরূদ্যান তৈরি করতে চায় ইউরোপীয় মহাকাশ সংস্থা।

মঙ্গল গ্রহের মরূদ্যানে থাকবে স্বায়ত্তশাসিত এআই সিস্টেম, রোবোটিক সহকারীসহ স্মার্ট সেন্সরযুক্ত শহর। বিদ্যুৎ উৎপাদন ও বর্জ্য পুনর্ব্যবহারের প্রযুক্তি থাকবে সেখানে। নিয়ন্ত্রিত গ্রিনহাউস মডিউলের মাধ্যমে উৎপাদন করা হবে আলু, ধান ও পাতাযুক্ত শাকসবজি।

জে.এস/

মঙ্গল গ্রহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন