শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাকসুতে ভিপি-এজিএসে শিবির, জিএস আধিপত্যবিরোধী ঐক্যের জয় *** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা *** সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে: শিক্ষা উপদেষ্টা *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা

মঙ্গল গ্রহ নিয়ে ইউরোপীয় মহাকাশ সংস্থার নতুন পরিকল্পনা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

লাল রঙের মঙ্গল গ্রহ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। তাই দীর্ঘদিন ধরে মঙ্গল গ্রহকে প্রাণধারণের উপযোগী করতে গবেষণা করছেন বিজ্ঞানীরা। শুধু বিজ্ঞানীরাই নন, মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপনের জন্য কাজ করছেন স্পেসএক্স, টেসলাসহ খুদে ব্লগ লেখার সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক।

আগামী দশকের মধ্যে মঙ্গল গ্রহে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসাও। এবার আগামী ১৫ বছরের মধ্যে মঙ্গল গ্রহে যেতে চায় ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইসা)। এরই মধ্যে মঙ্গল গ্রহে মানববসতি স্থাপনের একটি উচ্চাভিলাষী পরিকল্পনাও প্রকাশ করেছে সংস্থাটি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ইউরোপীয় মহাকাশ সংস্থার পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৫ বছরের মধ্যে মঙ্গল গ্রহে স্বনির্ভর আবাসস্থল তৈরির পাশাপাশি এআই প্রযুক্তি কাজে লাগিয়ে বিভিন্ন ফসল উৎপাদন করা হবে। এ পরিকল্পনা বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ থাকলেও ইউরোপের বিভিন্ন দেশের সহযোগিতা ও প্রযুক্তিগত অগ্রগতির কাজে লাগিয়ে মঙ্গল গ্রহে থাকার স্বপ্ন পূরণ করা হবে।

ইউরোপীয় মহাকাশ সংস্থার মহাপরিচালক জোসেফ অ্যাশবাচার জানিয়েছেন, নতুন এ পরিকল্পনা পৃথিবীর কক্ষপথ ও তার বাইরে ইউরোপের স্থিতিশীল উপস্থিতি গড়ে তোলার রোডম্যাপের অংশ। প্রযুক্তি ২০৪০ শীর্ষক এ পরিকল্পনায় মহাকাশে মরূদ্যান তৈরি করতে চায় ইউরোপীয় মহাকাশ সংস্থা।

মঙ্গল গ্রহের মরূদ্যানে থাকবে স্বায়ত্তশাসিত এআই সিস্টেম, রোবোটিক সহকারীসহ স্মার্ট সেন্সরযুক্ত শহর। বিদ্যুৎ উৎপাদন ও বর্জ্য পুনর্ব্যবহারের প্রযুক্তি থাকবে সেখানে। নিয়ন্ত্রিত গ্রিনহাউস মডিউলের মাধ্যমে উৎপাদন করা হবে আলু, ধান ও পাতাযুক্ত শাকসবজি।

জে.এস/

মঙ্গল গ্রহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250