ফাইল ছবি (সংগৃহীত)
নওগাঁয় গত দুই-তিন দিন ধরে দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। এ ছাড়া উত্তরের হিমেল হওয়া শীতের সেই তীব্রতাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আর বৃষ্টির মতো ঝরা শিশিরের সঙ্গে হিমেল হাওয়া।
বুধবার (১১ই ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে মঙ্গলবার ১০ই ডিসেম্বর তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
সদর উপজেলার শিবপুর ব্রিজ এলাকার এক বাসিন্দা গণমাধ্যমকে জানান, এত বেশি শীত পড়েছে যার কারণে রিকশা চালানো যাচ্ছে না। হাত-পা শিটকা লেগে যাচ্ছে। মানুষ ঘরের বাইরে থেকে খুব কম বের হচ্ছে।
নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, আজ বুধবার জেলায় তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েক দিন ধরেই তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রির ঘরে উঠানামা করছে। আগামী দুই-একদিন তাপমাত্রা এরকমই থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওআ/কেবি