শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বসে বসে বেতন নেবেন তা হবে না: জুনাইদ আহমেদ পলক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ডাক বিভাগকে বছরে ৭০০ কোটি টাকা লোকসান দিতে হচ্ছে উল্লেখ করে এ অধিদপ্তরের গাড়ি ও জমি বেসরকারি খাতে দেওয়ার ঘোষণা দিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (৪ঠা জুন) রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। ডাক বিভাগের মোট ৪৬২টি গাড়ি আছে। এর মধ্যে ১৩৫টি অচল পড়ে আছে বলে জানান জুনাইদ আহমেদ পলক। প্রায় ৬৯ কোটি টাকার গাড়ি পড়ে আছে কেন ডাক বিভাগের এক কর্মকর্তার কাছে এর সদুত্তর চান তিনি।

প্রতিমন্ত্রী জানান, গাড়ি সার্ভিস পয়েন্ট এমনকি সারা দেশে থাকা ডাক বিভাগের জমির সঠিক ব্যবহার করতে না পারায় বছরে ৭০০ কোটি টাকা লোকসান গুনছে ডাক বিভাগ।

এসব গাড়ি সাত দিনের মধ্যে ঠিক করে কাজে লাগাতে না পারলে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া হবে। ডাক বিভাগের জমিগুলোও আমরা প্রয়োজনে বেসরকারি খাতে দেব। তারা লভ্যাংশের অংশ আমাদের পরিশোধ করবে।

আরো পড়ুন: ৪ দিনের সফরে নিজ জেলাতে যাচ্ছেন রাষ্ট্রপতি

শুধু সেবা বেসরকারিকরণ নয় এই পরিস্থিতিতে ডাক বিভাগকে বাঁচাতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বসে বসে বেতন নেবেন তা হবে না। ৩০শে জুনের মধ্যে ঠিক হয়ে যান। নয়তো ব্যবস্থা নেওয়া হবে। এসময় ডাক বিভাগেরর জন্য নতুন আইন আসছে সরকার বলে জানান পলক।

সভায় প্রতিমন্ত্রী বলেন, পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট মানুষের বাড়ি বাড়ি ডেলিভারির ব্যবস্থা করা হবে। এ বিষয়ে আমি পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে কথা বলব। প্রয়োজনে প্রধানমন্ত্রীকেও এ বিষয়ে বলব।

মতবিনিময় সভায় ডাক বিভাগ, ডাক অধিদপ্তরের কর্মকর্তা, কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, ই-কমার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিসহ লজিস্টিকস খাতসংশ্লিষ্ট সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসি/

জুনাইদ আহমেদ পলক

খবরটি শেয়ার করুন