বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ৩০শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইসরায়েল যদি ফিলিস্তিনিদের জীবনমান উন্নয়নে কোনো কার্যকরী পদক্ষেপ না নেয়, তবে চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেন। মঙ্গলবার (২৯শে জুলাই) এমন ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ফ্রান্সের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বিতীয় পশ্চিমা সদস্য হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ব্রিটেন। এর ফলে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বে ক্রমবর্ধমান অসন্তোষ আরও স্পষ্ট হবে।

স্টারমার বলেন, ‘ফিলিস্তিনি জনগণ দীর্ঘকাল ধরে ভয়াবহ দুর্দশার মধ্যে আছে। গাজায় খেতে না পেয়ে শিশুরা মারা যাচ্ছে। এই দুর্ভোগ শেষ হওয়া দরকার।’ তিনি জানান, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কারও একক ভেটো থাকবে না।

প্রধানমন্ত্রী বলেন, সেপ্টেম্বর মাসে মূল্যায়ন করে দেখা হবে, ইসরায়েল কত দূর মানবিক সহায়তা প্রবেশের পথ খুলেছে, পশ্চিম তীর দখলের পরিকল্পনা থেকে সরে এসেছে এবং একটি টেকসই শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছে কী না। এই শান্তি প্রক্রিয়ার লক্ষ্য হবে—‘দুই রাষ্ট্রভিত্তিক সমাধান’, অর্থাৎ ফিলিস্তিন রাষ্ট্র ও ইসরায়েল পাশাপাশি শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে।

এই ইস্যুতে মঙ্গলবার গ্রীষ্মকালীন ছুটি ভেঙে জরুরি মন্ত্রিসভা বৈঠক ডাকেন স্টারমার। বৈঠকে ইউরোপীয় নেতাদের সঙ্গে যৌথভাবে গৃহীত নতুন শান্তি পরিকল্পনা ও গাজার ২২ লাখ মানুষের জন্য মানবিক সহায়তা আরও কীভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়।

কিয়ার স্টারমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন