শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চুক্তি হয়ে গেলে আমেরিকার অনুমতি সাপেক্ষে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে: বাণিজ্য উপদেষ্টা *** বৃত্তি পরীক্ষা আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে *** ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস *** মায়ামির সঙ্গে কী নতুন চুক্তি করবেন মেসি, যা বলছেন কোচ *** ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে দক্ষিণ আফ্রিকা সরকারের ওপর চাপ বাড়ছে *** মাইকেল জ্যাকসনের মোজা বিক্রি হলো ১০ লাখ টাকায় *** ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার *** জুলাই হত্যাকাণ্ডে নিহত ১১৪ জনের মরদেহ তোলা হবে রায়েরবাজার গণকবর থেকে *** জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ই আগস্ট *** টটেনহাম ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন সন

শহীদ মিনারে ‘জুলাই’-এর গান, সঙ্গে মিউজিক্যাল ড্রোন শো

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামীকাল ১৪ই জুলাই জাতীয় শহীদ মিনার চত্বর পরিণত হতে যাচ্ছে স্মৃতি, সংগীত আর আকাশজোড়া আলোর এক বিস্ময়কর মিছিলে। জুলাই মাসজুড়ে চলা গণঅভ্যুত্থানের স্মরণে আয়োজিত নানা আয়োজনের মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী সন্ধ্যাটি হতে যাচ্ছে এদিনেই।

শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে বিশেষ এই অনুষ্ঠান। সন্ধ্যা ৬টা থেকে শুরু হতে যাওয়া এ আয়োজনের নাম– ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হবে আয়োজনটি; যা পরিবেশন করবেন শিল্পকলা একাডেমির শিল্পীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও জনপ্রিয় কণ্ঠশিল্পী সায়ান। এরপর তিনি গাইবেন ‘আমিই বাংলাদেশ’, ‘জয় বাংলার’, ‘হুশিয়ারি’, ‘তাজ্জব বনে যাই’, ‘আমার নাম প্যালেস্টাইন’সহ আন্দোলনের উন্মাদনায় দোলা দেওয়া একাধিক গান।

পরবর্তী পর্বে দেখানো হবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নির্মিত তথ্যচিত্র। পরপর প্রদর্শন হবে ‘দীপক কুমার গোস্বামী স্পিকিং’ এবং ‘জুলাই বিষাদ সিন্ধু’ নামে দুটি চলচ্চিত্র। রাত সাড়ে ৭টায় মঞ্চে আসবেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী পাঁচজন ব্যক্তি ও শহীদ পরিবারের তিনজন সদস্য। তারা ব্যক্তিগত অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করবেন।

এরপর শুরু হবে ব্যান্ড পারফরম্যান্সের অংশ। প্রথমে ইলা লা লা পরিবেশন করবে–‘সংগতি’, ‘অচিরজীবীর প্রার্থনা’, ‘বাঘের গান’ এবং ‘নীল নির্বাসন’। তারপর স্লোগান গার্লদের মঞ্চ মাতানোর পর এফ মাইনর গাইবে ‘আলো আসবেই’, ‘মুক্তি’, ‘ডাহুক’ এবং ‘মেয়ে’। তারপর মঞ্চে আসবেন পারসা মাহজাবীন। তার কণ্ঠে শোনা যাবে ‘চলো ভুলে যাই’, ‘মুক্তির মন্দির’ এবং ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’।

সবশেষে এলিটা করিম মঞ্চে উঠে পরিবেশন করবেন– ‘আমি বাংলায় গান গাই’, ‘ধনধান্য পুষ্প ভরা’, ‘পলাশীর প্রান্তর’, ‘ঘুরে দাঁড়াও’ ও ‘বাংলাদেশ’।

সবচেয়ে চমকপ্রদ আয়োজন রাত ১০টায়। হবে বিশেষ মিউজিক্যাল ড্রোন শো। বাংলাদেশ সরকার ও চীন সরকারের যৌথ অংশগ্রহণে ২ হাজার ড্রোন একযোগে আকাশে তুলে ধরবে জুলাই আন্দোলনের কাহিনি। ড্রোন শো’র প্রথম ধাপে উঠে আসবে কীভাবে বাংলাদেশ এ জুলাই আন্দোলনের ধারায় প্রবেশ করল, আর দ্বিতীয় ধাপে ফুটে উঠবে ১৪ই জুলাইয়ের সেই প্রাণবন্ত গণঅভ্যুত্থানের মুহূর্ত– যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের মেয়েরা স্রোতের মতো নেমে এসেছিলেন রাজপথে।

শিল্পকলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। বলা যায়, শুধু এক সন্ধ্যা নয়– একটি ইতিহাসের শরীর স্পর্শ করার এক বিরল উপলক্ষ হতে চলেছে এ আয়োজন।

জে.এস/

জুলাই গণঅভ্যুত্থান পালন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন