শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সোমবার আসছেন ভুটানের রাজা, হবে তিনটি সমঝোতা চুক্তি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

পাঁচ দিনের সফরে (সোমবার) ২৫শে মার্চ বাংলাদেশে আসছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। এই সফরে তিনটি সমঝোতা স্মারক সই হবে এবং একটি বিদ্যমান চুক্তি আবারও নবায়ন করা হবে।

যে তিনটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে সেগুলো, বাংলাদেশের কুড়িগ্রামে ভুটানের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, ভুটানের থিম্পুতে একটি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রতিষ্ঠা এবং ভোক্তা সুরক্ষায় প্রযুক্তিগত সহযোগিতাবিষয়ক সমঝোতা সই। পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা চুক্তি পুনরায় নবায়ন করা হবে।

আরো পড়ুন: গণপূর্তমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক

জানা গেছে, ভুটানের রাজা বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসে অংশ নেবেন এবং সফরকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। তিনি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন।

ভুটানের রাজা সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবেন। এছাড়া শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করবেন। সফর শেষে ভুটানের রাজা আগামী ২৯শে মার্চ ঢাকা ত্যাগ করবেন।

এইচআ/ 

ঢাকা সফর ভুটানের রাজা স্মারক সই

খবরটি শেয়ার করুন