রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৫ জেলায় নতুন ডিসি *** জাহানারার যৌন হয়রানির অভিযোগ: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন *** খালেদ মুহিউদ্দীনের ইংরেজি জ্ঞান নিয়ে উদ্বেগ কেন? *** প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন *** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী *** কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান *** রাজশাহীর প্রশংসা উপদেষ্টা আসিফ নজরুলের, এড়িয়ে গেলেন নির্বাচন প্রসঙ্গ *** আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম *** দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল: বাংলাদেশ ব্যাংক গভর্নর *** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপ!

এবার চশমাতেও সফটওয়্যার আপডেট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

রে-ব্যান এবং মেটার যৌথ প্রয়াসে তৈরি স্মার্ট চশমা এসেছে বেশ কয়েকদিন আগেই। যার মাধ্যমে গান শোনা, ছবি তোলা, কল রিসিভ করা, শর্ট ভিডিও করে ফেসবুকে শেয়ার করার মতো সুবিধা পাওয়া যায়। স্মার্ট চশমার ক্ষেত্রে হার্ডওয়্যার যেমন গুরুত্বপূর্ণ তেমনই উপযোগিতা বাড়াতে বড় অবদান রাখে সফটওয়্যার। তাই নতুন ফিচার্স যোগ করতে কোম্পানির তরফে রে-ব্যান মেটা স্মার্ট গ্লাসের জন্য ভার্সন ২.০ সফটওয়্যার আপডেট ছাড়া হয়েছে।

এক প্রতিবেদনে টেকগাপ জানিয়েছে, রে-ব্যান মেটা স্মার্ট গ্লাসকে নয়েজ কমানো, স্বয়ংক্রিয়ভাবে এক্সপোজার এবং কালার রেন্ডারিংয়ের জন্য আপডেট করা হয়েছে। এখন এতে ফটো এবং ভিডিও কম আলোতে আরও তীক্ষ্ণ এবং পরিষ্কার দেখাবে। আর ড্রাইভিং ও অন-দ্য-গো ছবি ক্যাপচারের ক্ষেত্রে শার্পনেস এবং ডায়নামিক রেঞ্জে উন্নতি দেখা যাবে।

এ ছাড়া, এখন ইউজাররা তাদের চশমার একটি জায়গায় সব সাউন্ডের ভলিউম নিয়ন্ত্রণ করতে পারবেন। টেম্পল আর্মে থাকা চশমার টাচপ্যাডে ওপরে এবং নীচে সোয়াইপ করে ভয়েস কমান্ড এবং অন্যান্য সাউন্ড ভলিউম নিয়ন্ত্রণ করার ক্ষমতা যুক্ত করা হয়েছে। এছাড়া, সিকিউরিটি এবং স্টেবিলিটিতে উন্নতি দেখা যাবে।

আরো পড়ুন : নিজের ইচ্ছেমতো স্বপ্ন দেখতে সহায়তা করবে এআই

এবার ইউজারদের মনে প্রথম যে প্রশ্নটি আসবে, তা হল কিভাবে আপডেট করা যায়? এটি খুব একটা কঠিন প্রক্রিয়া নয়। ভার্সন ২.০ আপডেট পেতে কয়েকটি পদক্ষেপ অনুসরণ করতে হবে। এগুলো হলো –

১.  স্মার্টফোনে ইনস্টল করা মেটা ভিউ অ্যাপটি খুলতে হবে।

২. অ্যাপের ওপরের ডানদিকে কোণায় ইউজারদের চশমা আইকনে ট্যাপ করতে হবে।

৩. নীচে স্ক্রোল করে “সেটিংস” অপশন সিলেক্ট করতে হবে।

৪. “ডিভাইস” অপশনের এর অধীনে, “সফ্টওয়্যার আপডেট”-এ ট্যাপ করতে হবে।

৫. আপডেট উপলব্ধ থাকলে, ব্যবহারকারী “ডাউনলোড” বাটন দেখতে পাবেন। এটি ট্যাপ করতে হবে।

৬. ডাউনলোড প্রক্রিয়া শুরু হবে। আপডেট ডাউনলোড এবং ইনস্টল করার সময় স্মার্ট গ্লাসটি ডক করতে হবে এবং ফোনের ইন্টারনেটের সাথে সংযুক্ত রাখতে হবে।

৭. একবার ডাউনলোড সম্পূর্ণ হলে, Ray-Ban Meta Smart Glass পুনরায় চালু করতে বলা হবে। তখন “রিস্টার্ট” অপশনে ট্যাপ করতে হবে। চশমাটি স্বয়ংক্রিয়ভাবে রিস্টার্ট হবে এবং আপডেট ইনস্টল হবে। এই প্রক্রিয়াটি কয়েক মিনিট সময় নিতে পারে।

এস/এসি

চশমা সফটওয়্যার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250