রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভারত সফর বাতিল, হঠাৎ চীনের পথে ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতে সফর স্থগিতের এক সপ্তাহ পরেই আকস্মিক সফরে চীনে গেলেন টেসলার সিইও ইলন মাস্ক। 

রোববার (২৮শে এপ্রিল) তিনি চীনের উদ্দেশে রওনা করেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

টেসলার জন্য জরুরি কাজের কথা বলে গত সপ্তাহে ভারত সফর স্থগিত করেন মাস্ক। এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করা কথা ছিল তার। 

সফরের সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তিকে উদ্ধৃত করে গণমাধ্যমটি জানিয়েছে, চীনে ফুল-সেলফ ড্রাইভিং (এফএসডি) সফটওয়্যার উন্মোচনের বিষয়ে চীনের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন মাস্ক। সেই সঙ্গে স্বয়ংক্রিয় ড্রাইভিংয়ের অ্যালগরিদম প্রশিক্ষণের জন্য দেশটির সংগৃহীত ডেটা বিদেশে স্থানান্তর করার অনুমোদন চাইবেন এই বিলিনিয়র। উল্লেখ্য, বৈদ্যুতিক গাড়ির জায়ান্টের দ্বিতীয় বৃহত্তম বাজার হল চীন। 

এক্স প্ল্যাটফর্মে একটি প্রশ্নের উত্তরে মাস্ক বলেন, টেসলা ‘খুব শীঘ্রই’ চীনের গ্রাহকদের জন্য এফএসডি সফটওয়্যার উন্মোচন করবেন। মাস্কের চীন সফর নিয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছে। 

২০২১ সাল থেকে চীনের নিয়ন্ত্রকদের প্রয়োজনীয়তা অনুসারে সাংহাইয়ের গ্রাহকদের ডেটা সংরক্ষণ করেছে টেসলা। তবে কোনো ডেটা আমেরিকায় স্থানান্তর করা হয়নি। । 

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানিটি চার বছর আগে তার অটোপাইলট সফটওয়্যারের সবচেয়ে উন্নত সংস্করণ এফএসডি চালু করেছে। তবে গ্রাহকেরা এটি ব্যবহার করতে চাইলেও সফটওয়্যারটি এখনো চীনে চালু করা হয়নি। 

আরও পড়ুন: ইভিএমের পক্ষে রায় ভারতীয় সুপ্রিম কোর্টের

মাস্ক এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি দুজনেই এখন রয়েছেন সংকটের মধ্যে। গত কয়েক মাসে টেসলার শেয়ারের দর কমেছে। এ ছাড়া, ১৫ই এপ্রিল অন্তত ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে টেসলা। এ অবস্থায় বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে ভারতের বাজারে প্রবেশের ঘোষণা দিতে পারত প্রতিষ্ঠানটি। 

চীনের ইভি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ক্রমবর্ধমান প্রতিযোগিতা এবং টেসলার বিক্রি কমে যাওয়া-সংক্রান্ত কঠিন কিছু প্রশ্নের সম্মুখীন হতে পারেন মাস্ক। 

এছাড়া ৫ই এপ্রিল রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সস্তা গাড়ি নির্মাণের দীর্ঘ প্রতিশ্রুত একটি প্রকল্প বাদ দিয়েছে টেসলা। প্রতিবেদনটি সম্পর্কে মাস্ক বলেছেন, ‘মিথ্যা বলছে রয়টার্স।’ তবে এ সম্পর্কে আর বিস্তারিত কিছুই বলেননি তিনি। মাস্ক এ নিয়ে মুখে কুলুপ আঁটলে টেসলার বিনিয়োগকারীদের মধ্যে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দানা বাঁধে।

সূত্র: রয়টার্স

এসকে/ 

ইলন মাস্ক ভারত সফর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন