বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

পঞ্চম গণবিজ্ঞপ্তি মার্চেই, নিয়োগ হতে পারে লক্ষাধিক শিক্ষক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৮ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসায় শূন্যপদে শিক্ষক নিয়োগ দিতে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ৩১শে মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।  

এনটিআরসি’র সচিব মো. ওবায়দুর রহমান সোমবার (২৫শে মার্চ) গণমাধ্যমকে বলেন, সবকিছু ঠিক থাকলে মার্চেই পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর বেশি কিছু বলা সম্ভব নয়। এদিকে এনটিআরসিএর চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম গণমাধ্যমকে জানান, তারা চলতি মাসেই পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চান। সেভাবেই কাজ করছে সংশ্লিষ্টরা। 

আরো পড়ুন: নতুন শিক্ষাব্যবস্থায় থাকছে পাঁচ ঘণ্টার ফাইনাল পরীক্ষা

এনটিআরসিএ সূত্র জানায়, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৮০৬টি শূন্যপদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে স্কুল পর্যায়ে ৪২ হাজার ৮৬৬টি পদ শূন্য রয়েছে। এছাড়া কলেজ পর্যায়ে ৪ হাজার ৩৭১, কারিগরিতে ১ হাজার ৯৫৭টি এবং মাদ্রাসায় ৪৭ হাজার ৬১২টি পদ শূন্য রয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।

এইচআ/ আই.কে.জে/

এনটিআরসিএ পঞ্চম গণবিজ্ঞপ্তি

খবরটি শেয়ার করুন