ছবি: সংগৃহীত
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের এবারে আসরে ‘দ্য শেমলেস’ ছবির জন্য ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অনসূয়া সেনগুপ্ত। এ সিনেমায় অরোশিখা দে নামে আরো একজন বাঙালি অভিনেত্রী কাজ করছেন।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ক্যামেরার সামনে শরীর প্রদর্শনে আপত্তি নেই তার।
সিনেমার ক্ষেত্রে শরীর প্রদর্শনে ছুতমার্গ নিয়ে অরোশিখা বলেন, অভিনেতা হিসেবে আমার কোনও ছুতমার্গ নেই। সিনেমার প্রয়োজন থাকলে আমার অসুবিধে নেই। তবে দর্শক টানার জন্য শরীর দেখাতে হলে আমার অসুবিধে রয়েছে।
আরো পড়ুন: ‘তুফান’ সিনেমার সাফল্য কামনায় পূজা দিলেন মিমি
এরপর বলেন, এ ছাড়াও, বাইরে থেকে হয়তো এই ধরনের দৃশ্য উত্তেজক মনে হয়। কিন্তু বাস্তবে এই ধরনের সিন করা ভীষণ ক্লান্তিকর। কারণ, বিভিন্ন ক্যামেরায় বিভিন্ন ভাবে শট নেওয়া হয়। আমিও ছবিতে ‘কিসিং সিন’ করেছি, তবে তার বেশি কিছু করতে হয়নি। তবে, সব সময় পরিচালকের কাছ থেকে সহযোগিতা পেয়েছি।
মুম্বাইয়ে ক্যারিয়ার গড়ে তুললেও টলিউডে কাজ করতে আগ্রহী অরোশিখা। আমি তো অপেক্ষা করছি, কেউ আমাকে ডাকুক। আমি চাই কলকাতায় কাজ করতে। সুযোগ পেলেই ছুটে চলে আসব।
এসি/