শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৯ নম্বর, সহজেই সমাধান করা যাবে: পাকিস্তান-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প *** ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা *** ত্রিপুরায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশিকে ‘চোরাকারবারি’ বলল ভারত *** জাতীয়ভাবে লালন উৎসব উদযাপন অব্যাহত থাকবে: মোস্তফা সরয়ার ফারুকী *** নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি *** জুলাই সনদে স্বাক্ষর না করার যে ব্যাখ্যা দিল এনসিপি *** হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** স্বাধীনতার ঘোষণাপত্র থাকছে জুলাই সনদে, স্পষ্ট হলো নোট অব ডিসেন্ট *** আন্দোলনের অগ্রদূতদের অংশগ্রহণ ছাড়া জুলাই সনদ অর্থহীন: মঈন খান *** জুলাই সনদ স্বাক্ষর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল

এবার আরও মজার হবে হোয়াটসঅ্যাপের ভিডিও কল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৯ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্তমানে মেটা মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন বিশ্বের কয়েকশ কোটি মানুষ।ব্যক্তিগত চ্যাট তো আছেই, অফিসের তথ্য আদান-প্রদানের মতো গুরুত্বপূর্ণ কাজও করা হচ্ছে প্ল্যাটফর্মটিতে। শুধু তথ্য আদান-প্রদান নয়, ছবি, ভিডিওসহ নানা গুরুত্বপূর্ণ ফাইল শেয়ার করা হয় এখানে।

হোয়াটসঅ্যাপে নিরবিচ্ছিন্ন ভিডিও কলের অভিজ্ঞতা পাওয়া যায়। এবার আরও মজার হবে হোয়াটসঅ্যাপের ভিডিও কল। ব্যবহারকারীরা এখন অগমেন্টেড রিয়েলিটি (এআর) কল এফেক্ট এবং ফিল্টার উপভোগ করতে পারবেন, যা তাদের ভিডিও কলে একটি মজার এবং ইন্টারেক্টিভ উপাদান নিয়ে আসবে।

এই এআর প্রভাবগুলোর সাহায্যে ব্যবহারকারীরা তাদের কলগুলোকে গতিশীল ফেসিয়াল ফিল্টারগুলোর সঙ্গে পার্সোনালাইজ করতে পারেন। যেমন মসৃণ ত্বকের জন্য একটি টাচ-আপ টুল এবং ম্লান পরিবেশে আরও ভালো দৃশ্যমানতার জন্য একটি কম-আলো মোড ইত্যাদির ব্যবহার।

আরো পড়ুন : যেসব স্মার্টফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ

ওয়েবিটাইনফোর রিপোর্টে জানা যায়, হোয়াটসঅ্যাপের লক্ষ্য হলো ব্যবহারকারীদের গতিশীল ফেসিয়াল ফিল্টার এবং কল এফেক্টের সঙ্গে পার্সোনালাইজড করার অনুমতি দিয়ে ভিডিও কলের সামগ্রিক ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে উন্নত করা।

মেটা-মালিকানাধীন অ্যাপটি একটি ব্যাকগ্রাউন্ড এডিটিং টুল চালু করেছে। যা গ্রুপ কনফারেন্সের জন্য উপযুক্ত, যেখানে ব্যবহারকারীরা তাদের পারিপার্শ্বিকতা কাস্টমাইজ করতে বা বিভ্রান্তিগুলোকে অস্পষ্ট করতে চাইতে পারেন।

এই টুলটি শুধু মজার জন্য ব্যবহার করা যেতে পারে। যেহেতু ব্যবহারকারীরা উপলব্ধ ডিফল্ট ব্যাকগ্রাউন্ড থেকে একটি বেছে নিতে পারেন, তাদের ব্যাকগ্রাউন্ডগুলোকে বিভিন্ন দৃশ্য বা ছবিতে পরিবর্তন করা যাবে।

অ্যান্ড্রয়েড সর্বশেষ ভার্সন ২.২৪.১৬.৭ হোয়াটসঅ্যাপ আপডেট করেছে। তবে সবাই এখন এই ফিচার পাবেন না। শিগগির সব ব্যবহারকারীরা পাবেন এই ফিচার।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/  আই.কে.জে


হোয়াটসঅ্যাপ ভিডিও কল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250