শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১লা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা *** সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে: শিক্ষা উপদেষ্টা *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা *** আগামীকাল স্বাক্ষর হতে যাচ্ছে ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’

রিপন মিয়াকে নিয়ে নতুন তথ্য, ‘আসল ঘটনা’ জানাল এলাকাবাসী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। সবাই যাকে ‘রিপন ভিডিও’ নামেই চেনে। অনেক আগে থেকে ছোট ছোট ভিডিও তৈরির কাজ শুরু করলেও সম্প্রতি তার জনপ্রিয়তা তুঙ্গে। বিজ্ঞাপন, সিনেমার প্রচারণাসহ বিভিন্ন কাজেও যুক্ত হতে দেখা গেছে রিপন মিয়াকে।

গতকাল মঙ্গলবার (১৪ই অক্টোবর) দেশের একটি বেসরকারি টেলিভিশন তাকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করে। যেখানে তার মায়ের বরাত দিয়ে বলা হয়, রিপন মিয়া তাদের ভরণপোষণ দেন না।

বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। রিপন মিয়ার পূর্বের বক্তব্য এবং বর্তমান অভিযোগ নিয়ে ট্রল করেন অনেকে।

তবে এলাকাবাসী জানালেন নতুন তথ্য। তাদের ভাষ্য, রিপন মিয়া মা-বাবার ভরণপোষণ দিতে চাইলেও তা নিতে চান না তারা। এ ছাড়া রিপন মিয়াকে অনেক আগেই বাড়ি থেকে বের করে দেন তার মা-বাবা। এরপর টাকা জমিয়ে সামান্য জমি কিনে সেখানেই পাকা বাড়ি করছেন রিপন মিয়া।

নেত্রকোণা সদরের দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের বাসিন্দা রিপন মিয়া। ট্যুডে সি নিউজ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে রিপন মিয়ার এলাকাবাসীর কয়েকটি ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করা হয়। সেখানে তারা দাবি করেন, রিপন মিয়াকে সৎ এবং ভালো মানুষ হিসেবে চেনেন তারা। রাজমিস্ত্রি করে জীবন যাপন করতেন তিনি।

অনেক আগে কাজ না করায় রিপন মিয়াকে বাড়ি থেকে বের করে দেন তার মা-বাবা। এখন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আয়ের টাকা দিয়ে জমি কিনে বাড়ি করছেন রিপন মিয়া।

রিপন মিয়ার মা-বাবার অভিযোগ, তাদের ভরণপোষণ দেন না ছেলে। তবে এলাকাবাসী বলছে, রিপন মিয়া কিছু দিলেও তার মা-বাবা নিতে চান না। রিপন মিয়ার চাচাতো বোন পরিচয় দিয়ে এক নারী জানান, রিপন মিয়াকে ছোট থেকেই আশ্রয় দেন না তার মা-বাবা। বাড়ি এলেই দৌড়ানি দেন। শুধু রিপনকে নয়, তাদের তিন ভাই বাড়িছাড়া। রিপন মিয়া কিছু দিতে চাইলেও তার মা-বাবা তা নেন না বলেও দাবি করেন ওই নারী।

টেলিভিশনে প্রকাশিত সংবাদে দেখা গেছে, রিপন মিয়া তার স্ত্রী-সন্তানকে অস্বীকার করেছেন। এ বিষয়ে চাচাতো বোন পরিচয় দেওয়া ওই নারী বলেন, এটা হয়তো ভাইরাল হওয়ার জন্য বলেছে।

রিপন মিয়ার প্রতিবেশী মরিয়ম নামের একজন বলেন, জনপ্রিয় হওয়ার আগে কাজ করতেন না রিপন মিয়া। সেই সময়ই তাকে বাড়ি থেকে বের করে দেন মা-বাবা। তবে স্ত্রী-সন্তানকে অস্বীকার করাটা রিপন মিয়ার উচিত হয়নি বলেও মন্তব্য এলাকাবাসীর।

এদিকে রিপন মিয়ার বাবা গতকাল প্রকাশিত সংবাদে দাবি করেন, রিপন মিয়া তাদের ভরণপোষণ দেন না। তবে খোঁজখবর নেন। তবে নতুন এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তিন ছেলে যে যতটুকু পারে, তাকে আর্থিক সহযোগিতা করে। এ ছাড়া তিনি নিজেও আয় করেন, তা দিয়ে তার সংসার চলে যায়।

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250