ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার জীবননগরে বেশি দামে সার বিক্রির অভিযোগে দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৮ই সেপ্টেম্বর) অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
এসময় সজল আহম্মেদ গণমাধ্যমকে জানান, দুপুরে উপজেলার উথলী বাসস্ট্যান্ড বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়ায় মেসার্স জহির ট্রেডার্সের মালিক মো. জহির উদ্দিনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ কীটনাশকগুলো জনসম্মুখে নষ্ট করা হয়।
ওআ/কেবি
খবরটি শেয়ার করুন