সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

ট্রাম্প পাল্টা শুল্ক স্থগিত করায় স্বস্তিতে তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ১০ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ ৯০ দিনের জন্য স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে এখন স্বস্তিতে পূর্ব এশিয়ার বাণিজ্য প্রধান দেশ তাইওয়ান। এমনকি দেশটি আমেরিকার সঙ্গে আরও ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আশা ব্যক্ত করেছে। খবর রয়টার্সের।

আজ বৃহস্পতিবার (১০ই এপ্রিল) তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া-লাং এ আশা ব্যক্ত করেন। তিনি পার্লামেন্টে গণমাধ্যম কর্মীদের বলেন, ‘সরকার আমেরিকার পণ্য ক্রয় ও সেখানে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া আমেরিকার সঙ্গে বাণিজ্য–উদ্বৃত্ত কমিয়ে আনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।’

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমেরিকায় আমদানি করা সব পণ্যের ওপর ২রা এপ্রিল বিশ্বব্যাপী বড় আকারে শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্প তাইওয়ানের ওপর ৩২ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। যদিও আন্তর্জাতিক অঙ্গনে তাইওয়ানের সবচেয়ে প্রভাবশালী সমর্থক আমেরিকা।

গতকাল (৯ই এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা শুল্ক আরোপ কার্যকর হওয়ার বিষয়টি ৯০ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেন। যেখানে ন্যূনতম ১০ শতাংশ শুল্ক কার্যকর করার কথা তিনি বলেছেন। আর চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করা হয়েছে।

তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া-লাং আরও বলেন, ‘এখন আমাদের হাতে আছে বাড়তি ৯০ দিন। আমরা এ সময়ের মধ্যে তাইওয়ান ও আমেরিকার অর্থনীতি এবং বাণিজ্যিক সহযোগিতা নিয়ে গভীরভাবে আলোচনা করতে পারব। আমরা আমেরিকার বিশাল বাজারের সুবিধা গ্রহণ করতে পারার বিষয়ে আশাবাদী।’

এদিকে গত রোববার (৬ই এপ্রিল) তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেছিলেন, ‘তাইওয়ান আমেরিকার কাছে শূন্য শুল্ক–সুবিধা চাইবে এবং তাইপে আমেরিকার পণ্যের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবে না।’

আরএইচ/

তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া-লাং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250