ছবি: সংগৃহীত
২১ মাস বয়স থেকে মডেলিং শুরু, এরপর ‘দেইভা থিরুমাগাল’ দিয়ে মাত্র ছয় বছর বয়সে অভিনয়ে নাম লেখান সারা অর্জুন। শিশুশিল্পী হিসেবে প্রথম সিনেমাতেই অভিনয়ের জন্য দারুণ প্রশংসিত হন। সিনেমার বাইরে প্রায় শতাধিক বিজ্ঞাপনে দেখা গেছে তাকে।
অন্তর্জালে এসেছে রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘ধুরন্ধর’-এর ট্রেলার, যা নিয়ে ইতিমধ্যে চলছে চর্চা। ট্রেলারে রণবীরের সঙ্গে দেখা গেছে সারাকেও। ছবিটিতে জুটি বেঁধেছেন তারা।
সারা অর্জুনের প্রশংসা করে রণবীর সিং বলেছেন, এমন একটি বিশেষ মুহূর্তের অংশ হতে পেরে আমি ভাগ্যবান। সারা এখানে অসাধারণ। আমার মনে হয়, সারা, এটা প্রমাণ করে যে হাজার হাজার প্রার্থীকে হারিয়ে এই চরিত্রে অভিনয় করতে পেরেছে। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।
সারা অর্জুনকে হলিউড অভিনেত্রী ডাকোটা ফ্যানিং-এর সঙ্গে তুলনা করেছেন রণবীর। তার মতে, মনে হচ্ছে অভিনয় করার জন্যই সে জন্মেছে।
এরপর অভিনেতা আরো বলেন, ওর অভিনয় দেখলে মনে হবে, এর আগে ও ৫০টি ছবিতে অভিনয় করে ফেলেছে। মানুষ ও শিল্পী হিসাবে ও খুবই উঁচু মানের। আমি যে অসাধারণ অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে ও একজন। ওর জন্য আমাকেও দেখতে ভালো লেগেছে।
২০০৫ সালের ১৮ই জুন মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন সারা অর্জুন। তিনি অভিনেতা রাজ অর্জুনের মেয়ে। খুব অল্প সময়ে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। তাকে দেখা গেছে হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালি ছবিতে।
শিশুশিল্পী হিসেবে তার ক্যারিয়ারে রয়েছে থ্যালাইভি, ডিয়ার কমরেড, সিক্রেট সুপারস্টার-এর মতো একাধিক ছবি। সারার সফল ক্যারিয়ারের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অভিনেত্রীর মা। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়ের দুনিয়াতেও সারা অর্জুনের জুড়ি মেলা ভার। ২১ মাস বয়স থেকেই মডেলিং শুরু করেছিলেন তিনি। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৫৯ হাজারেরও বেশি।
২০১১ সালে তামিল সিনেমা ‘দেইভা থিরুমাগাল’-তে অভিনয়ের পর সারা অর্জুন রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল ছবিটি। এরপর মনি রত্নমের ‘পোন্নিয়িন সেলভন’-এ ঐশ্বরিয়া রাই বচ্চনের ছোটবেলার চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেন। এছাড়াও সারা অর্জুনের ঝুলিতে রয়েছে আরো অনেক হিট ছবি।
২০১৩-এ ইমরান হাশমির মৃত বোনের চরিত্রে ‘এক থি ডায়েন’-এ অভিনয় করেছিলেন। পরের বছর সলমান খান অভিনীত ‘জয় হো’-তে স্কুল ছাত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন সারা অর্জুন। এরপর ২০১৯-এ ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’-তে সোনম কাপুরের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন।
প্রসঙ্গত, রণবীর সিং এবং সারা অর্জুন ছাড়াও ‘ধুরন্ধর’-এ আর মাধবন, অক্ষয় খান্না, অর্জুন রামপাল এবং সঞ্জয় দত্তের মতো শক্তিশালী অভিনেতারা রয়েছেন। ছবিটি আগামী ৫ই ডিসেম্বর, ২০২৫ এ মুক্তির কথা রয়েছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন