শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন *** ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম *** প্রশাসনে বিশেষ দলের লোক বসিয়ে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে: গোলাম পরওয়ার *** বিএনপির ধানের শীষ নিয়ে অযথা টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের *** ট্রাম্পের আশাভঙ্গ, শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

ডায়ানার বিখ্যাত সেই টায়রা কেন মাথায় দেননি পুত্রবধূরা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ৩০শে জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

আজ থেকে ৪৪ বছর আগে ১৯৮১ সালের ২৯শে জুলাই সেন্ট পল’স ক্যাথেড্রালে প্রিন্স চার্লসকে (বর্তমান ব্রিটিশ রাজা) বিয়ে করেছিলেন প্রিন্সেস ডায়ানা। রাজকীয় পোশাক ও সাজগোজ ছাপিয়ে সেদিন সবার নজর কেড়ে নেয় ডায়ানার মাথার ঝলমলে টায়রা। প্রশ্ন থেকে যায়, প্রিন্সেস ডায়ানার দুই পুত্রবধূ কেট মিডলটন ও মেগান মার্কেলের মাথায় রাজকীয় বিয়ের দিন কেন এই টায়রা ছিল না? খবর ইয়াহু ডটকমের।

এই প্রশ্নের উত্তর অনেকটাই সরল। ‘দ্য কোর্ট জুয়েলার’-এর বিশেষজ্ঞ লরেন কিহনা বলছেন, ‘টায়রাটি আসলে কখনোই ব্রিটিশ রাজপরিবারের মালিকানাধীন ছিল না। এই কারণে প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল এটি পরেননি।’

তাহলে ডায়ানার মাথায় কীভাবে এল সেই টায়রা? এর উত্তরে ‘ইনস্টাইল’ ম্যাগাজিন জানিয়েছে, বিশেষ ওই টায়রার ইতিহাস ১৯১৯ সাল পর্যন্ত প্রসারিত। ডায়না এটি পরেছিলেন তার বাবার বাড়ির উত্তরাধিকারসূত্রে। ডায়ানার দাদি এটি উপহার হিসেবে পেয়েছিলেন। এরপর এটি ডায়ানার বোন লেডি সারাহ ম্যাককরকোডেল ও লেডি জেন ফেলোয়েস তাদের বিয়ের দিনে পরেছিলেন। বাবা ও ভাইয়ের কাছ থেকে ধার নিয়ে ১৯৮১ সালে ডায়ানাও এটি পরেছিলেন। শুধু বিয়ের দিনই নয়, অন্যান্য বিশেষ দিনেও ডায়ানার মাথায় প্রায় সময় এই টায়রা দেখা যেত।

তবে আশ্চর্যের বিষয়, ‘স্পেনসার টায়রা’ নামে খ্যাতি পাওয়া সেই গয়না ডায়ানার ভাই আর্ল চার্লস স্পেনসারের কন্যারা যখন বিয়ে করেন, তাদের কারও মাথাতেই দেখা যায়নি। লেডি কিটি স্পেনসার ২০২১ সালে এবং লেডি অ্যামেলিয়া স্পেনসার ২০২৩ সালে বিয়ে করলেও তারা স্পেনসার টায়রার বদলে অন্য গয়না বেছে নিয়েছিলেন। তবে তাদের মা ভিক্টোরিয়া লকউড অবশ্যর ১৯৮৯ সালে এই টায়রা পরে বিয়ে করেছিলেন। শেষবার ২০১৮ সালে ডায়ানার ভাতিজি সেলিয়া ম্যাককরকোডেল এটি পরে বিয়ে করেন।

বর্তমানে এই টায়রা ডায়ানার ভাই আর্ল স্পেনসারের মালিকানায় আছে এবং ভবিষ্যতে তার ছেলে কাউন্ট অলথরপের কাছে হস্তান্তর হবে বলে জানা গেছে।

ডায়ানার পুত্রবধূ কেট মিডলটন তার বিয়েতে রানি এলিজাবেথের কাছ থেকে ধার নিয়েছিলেন ‘কার্টিয়ার হালো’ নামের একটি টায়রা। অন্য পুত্রবধূ মেগান মার্কেল পরে ছিলেন ‘কুইন মেরি ডায়মন্ড ব্যান্ডো টায়রা’। মেগান এখন রাজপরিবার থেকে আনুষ্ঠানিকভাবে সরে গেছেন।

তবে ডায়ানার স্মৃতিকে দুই পুত্রবধূই অন্যভাবে ধরে রেখেছেন। কেট তার এনগেজমেন্টে ডায়ানার বিখ্যাত নীল নীলকান্ত ও হীরার আংটি পরে আসছেন ২০১০ সাল থেকে। মেগান প্রায়ই ডায়ানার কার্টিয়ার ঘড়িটি পরেন। ২০১৮ সালে বিয়ের রিসেপশনে তিনি পরেছিলেন একটি অ্যাকোয়ামারিন রিং, যা ডায়ানাকে উপহার দিয়েছিলেন তার বন্ধু ও ব্রিটেনে নিযুক্ত ব্রাজিলের সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী লুসিয়া ফ্লেচা দে লিমা। ১৯৯৬ সালে প্রিন্স চার্লসের সঙ্গে বিচ্ছেদের পর এই আংটি ডায়ানা তার এনগেজমেন্ট রিংয়ের পরিবর্তে ব্যবহার করতেন। আর স্পেনসার টায়রাটি ব্রিটিশ রাজপরিবারের না হলেও প্রিন্সেস ডায়ানার স্মৃতি বহন করে এটি আজও আলোচিত।

প্রিন্সেস ডায়ানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির

🕒 প্রকাশ: ০৬:৪৭ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

Footer Up 970x250