ছবি: সংগৃহীত
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখের শোভাযাত্রা উপলক্ষে বানানো দুটি মোটিফ পুড়ে গেছে। এ ঘটনায় আজ শনিবার (১২ই এপ্রিল) সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুক স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানিয়েছেন।
আজ শনিবার (১২ই এপ্রিল) বেলা ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘শেখ হাসিনার দোসররা ভোররাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এ দুঃসাহস যারা দেখিয়েছে—সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক—তাদের প্রত্যেককেই দ্রুত আইনের আওতায় আনা হবে।’
ফ্যাসিবাদের মুখাবয়ব পোড়ানোর বিষয়ে চারুকলা অনুষদের ডীন আজহারুল ইসলাম চঞ্চল সুখবরকে বলেন, ‘কারা আগুন দিয়ে মুখাবয়ব দিয়ে পুড়িয়ে দিয়েছে তা এখনো জানা যায়নি। তবে এ বিষয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।পুলিশ এ নিয়ে তদন্ত করছে।’
এদিকে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ফারুকী বলেছেন, ‘নববর্ষের শোভাযাত্রা থামানোর অপচেষ্টায় যারা কাজ করছে, আমরা শুধু তাদের আইনের আওতায় আনার পাশাপাশি, এবারের শোভাযাত্রা যেন বেশি তাৎপর্যপূর্ণ হয় তা নিশ্চিত করতে চাই।’
সংস্কৃতি উপদেষ্টা আরও লিখেছেন, ‘গতকাল রাতের ঘটনার পর ফ্যাসিবাদের দোসররা জানিয়ে দিয়ে গেল, বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক, তারা এটা চায় না। আমরা এখন আরও বেশি ডিটারমাইনড এবং আরও বেশি সংখ্যায় অংশ নেব।’
আরএইচ/এইচ.এস
খবরটি শেয়ার করুন