শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে নিজস্ব সিদ্ধান্তেই সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে ইসি *** নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ হয়ে গেল ‘জাতীয় ছাত্রশক্তি’ *** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির

দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৩৯ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সুপার ওভারে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ জমিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। তাতে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষটি অঘোষিত ফাইনালে পরিণত হয়। কিন্তু ‘ফাইনালে’ কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ একপেশে এক ম্যাচই জিতল।

১৭৯ রানের বিশাল জয়ে সিরিজও নিজিদের করে নিয়েছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দল। প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডেতে রেকর্ড সর্বোচ্চ ব্যবধানের জয় পেয়েছে বাংলাদেশ। আগের সর্বোচ্চ ছিল খুলনায় ২০১২ সালে ১৬০ রানের।

সবমিলিয়ে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয় বাংলাদেশের।

সর্বোচ্চ ১৮৩ রানের জয়টি আয়ারল্যান্ডের বিপক্ষে ২০২৩ সালে সিলেটে। সেই রেকর্ড ভাঙতে না পারলেও টানা চার ওয়ানডে সিরিজ হারের পর প্রথমবার সিরিজ জিতল বাংলাদেশ। তাতে প্রতিশোধও নিল স্বাগতিকেরা। সর্বশেষ দেখায় ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ।

সিরিজ নির্ধারনী ম্যাচে ২৯৭ রান তাড়া করতে নেমে ব্যাটিং ধসে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের চার স্পিনারের সামনে দাঁড়াতেই পারছিলেন না শাই হোপ-রোস্টন চেসরা। স্পিন ঘূর্ণিতে তাই ১১৭ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা।

শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। নাসুম আহমেদের স্পিনবিষে ৩৫ রান তুলতেই ৩ উইকেট নেই সফরকারীরদের।

পরে আর কোনো উইকেট পাননি ম্যাচে যৌথভাবে রিশাদ হোসেনের সঙ্গে ৩ উইকেট নেওয়া বাঁহাতি পেসার। 

নাসুমের ধাক্কা শেষ না হতেই তানভীর ইসলাম ও রিশাদ হোসেনরা শুরু করেন। তাতে ৮২ রানে ৮ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

শেষ ৫টির মধ্যে তানভীরের ২ উইকেটের বিপরীতে ৩টি নেন রিশাদ। ক্যারিবিয়ানদের শেষ ২ উইকেট নেন অধিনায়ক মিরাজ। একমাত্র পেসার হিসেবে মুস্তাফিজুর রহমান খেললেও একটিও বল করেননি তিনি।

আজকের ম্যাচে তিন উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন রিশাদ। তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি এখন তিনি। ১২ উইকেট নিয়ে পেছনে ফেলেছেন আরাফাত সানির ১০ উইকেট নেওয়ার কীর্তিকে। 

২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন বাঁহাতি স্পিনার। স্পিন-পেসার মিলিয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। লেগস্পিনার রিশাদের মতোই ১২ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। আর ১৩ উইকেট নিয়ে শীর্ষে আছেন মুস্তাফিজ।

এর আগে সাইফ হাসান ও সৌম্য সরকারের জোড়া ফিফটিতে ৮ ‍উইকেটে ২৯৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। লক্ষ্য অবশ্য আরো বড় হওয়ার কথা ছিল। কেননা উদ্বোধনী জুটিতে রেকর্ড ১৭৬ রান তোলেন সৌম্য-সাইফ। মিরপুরে বাংলাদেশের ওপেনিং জুটির যা সর্বোচ্চ।

আগের সর্বোচ্চ ছিল ১৫০। ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়। প্রতিপক্ষের বিপক্ষেও ওপেনিংয়ে সর্বোচ্চ জুটির রেকর্ড হয়েছে। আগের জুটিতেও সৌম্য ছিলেন। বাংলাদেশ ১৭৯ রানের বিশাল ব্যবধানে জিতে ২-১ ব্যবধানে দেড় বছর পর ওয়ানডে সিরিজ জিতেছে।

বাংলাদেশ ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250