ছবি : সংগৃহীত
বিশ্বের শীর্ষ ১০টি ধনী দেশের তালিকা প্রকাশ করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ তালিকায় শীর্ষে রয়েছে ইউরোপের ছোটো দেশ লুক্সেমবার্গ। মাত্র ২ হাজার ৫৮৬ বর্গকিলোমিটার আয়তনের দেশটির জনগণের মাথাপিছু আয় ১ লাখ ৪০ হাজার ৩১২ ডলার।
আইমএফের তালিকায় লুক্সেমবার্গের পরে রয়েছে;
আয়ারল্যান্ড— ১ লাখ ১৭ হাজার ৯৮৮ ডলার
সুইজারল্যান্ড— ১ লাখ ১০ হাজার ২৫১ ডলার
নরওয়ে— ১ লাখ ২ হাজার ৪৬৫ ডলার
সিঙ্গাপুর— ৯১ হাজার ৭৩৩ ডলার
আইসল্যান্ড— ৮৭ হাজার ৮৭৫ ডলার
কাতার— ৮৪ হাজার ৯০৬ ডলার
আমেরিকা — ৮৩ হাজার ৬৬ ডলার
ডেনমার্ক— ৭২ হাজার ৯৪০ ডলার
ম্যাকাও এসএআর— ৭০ হাজার ১৩৫ ডলার
আইএমএফের শীর্ষ ধনী দেশের তালিকা দুই প্রকারের হয়- বার্ষিক ও ত্রৈমাসিক। বুধবার (১৪ই ফ্রেবুয়ারি) যে তালিকায়টি প্রকাশ করেছে আইএমএফ, সেটি ত্রৈমাসিক।
সূত্র : ফোর্বস, এনডিটিভি ওয়ার্ল্ড
এইচআ/
খবরটি শেয়ার করুন