ছবি: সংগৃহীত
দীর্ঘ ২৭ বছর পর ফেনীর ফুলগাজী থানার হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জসিম উদ্দিন প্রকাশ বলিকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১লা নভেম্বর) রাতে ফুলগাজী উপজেলার জিএম হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আসামি জসিম উদ্দিন উপজেলার পূর্ব বশিকপুর গ্রামের মৃত আব্দুল হক মজুমদারের ছেলে।
আরও পড়ুন: কাল শেষ হচ্ছে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা
র্যাব সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী উপজেলার জিএম হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে স্বীকার করেন। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে ২৭ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন।
ফুলগাজী থানার ওসি ওয়াহিদ পারভেজ গণমাধ্যমকে বলেন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জসিম উদ্দিন প্রকাশ বলিকে গ্রেফতার করেছে র্যাব। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য র্যাব আসামিকে থানায় হস্তান্তর করেছে।
এসি/কেবি
খবরটি শেয়ার করুন