বৃহস্পতিবার, ২রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর *** এআই ‘অভিনেত্রী’-কে ঘিরে যে কারণে তীব্র সমালোচনা, ক্ষুব্ধ হলিউড তারকারা *** ফ্লোটিলা থেকে আটক ২২৩ জনকে ইউরোপে পাঠাবে ইসরায়েল, জাহাজগুলোর ভাগ্য অনিশ্চিত *** নিঃসঙ্গতা কাটাতে ৭৫ বছর বয়সে বিয়ে, অতঃপর... *** দুর্গাপূজায় বেশ কয়েকটি নতুন গান *** গাজায় মানবিক সহায়তাকর্মীদের হত্যার নিন্দা জানালেন প্রিন্স উইলিয়াম *** দুর্গাপূজার আগে ভারতে গেল ১ লাখ ৩০ হাজার কেজি ইলিশ

অচেনা জায়গায় ডিভাইস ব্যবহারে সতর্ক থাকুন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৯ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

কোথাও ঘুরতে যাওয়ার পর কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে। নয়তো আপনার ডিভাইসগুলো হ্যাক হতে পারে। কারণ অনেকেই কোথাও ঘুরতে গেলে পাবলিক বা ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করি। এই কাজটি ভুলেও করবেন না। ফ্রি ওয়াই-ফাই ব্যবহারে আপনার ফোন, ল্যাপটপ বা স্মার্টওয়াচ মুহূর্তেই হ্যাক হয়ে যেতে পারে।

ফ্রি ওয়াই-ফাইয়ের আড়ালে বেশিরভাগ সময়েই থাকে প্রতারণার ফাঁদ। তাই রেস্তোরাঁ, রেলস্টেশন, বিমানবন্দরে থাকা ফ্রি ওয়াই-ফাই ব্যবহার না করাই ভালো। ফোনে চার্জ না থাকলে আমরা অনেক সময়েই পাবলিক চার্জিং স্টেশন ব্যবহার করি। বিশেষ করে বিমানবন্দরে থাকা চার্জিং পোর্ট থেকে ফোনে চার্জ না দেওয়াই ভালো।

পাবলিক চার্জিং স্টেশন বা পোর্টের মাধ্যমে আপনার ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার। তার ফলে আপনার ফোন হ্যাক করা প্রতারকদের পক্ষে অনেক সুবিধা হয়ে যাবে। আপনার ফোনে থাকা যাবতীয় অ্যাপ এবং তার অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে ভালভাবে সুরক্ষিত করে রাখতে হবে।

আরো পড়ুন : ব্যবহারকারীদের নিরাপওায় বড় পরিবর্তন আনছে গুগল প্লে স্টোরে

একই ধরনের পাসওয়ার্ড ব্যবহার না করে নতুন ধরনের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। ভালো এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করলে সহজে আপনার ফোনের অ্যাপ কিংবা অন্যান্য অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা যাবে।

আপনার ডিভাইস একদম আপডেট ভার্সনে রাখুন। অর্থাৎ সফটওয়্যার আপডেট করতে হবে নিয়মিত। এর সুবিধা অনেক। স্মার্টফোনে যদি সফটওয়্যার একদম লেটেস্ট ভার্সনে আপডেট করা থাকে তাহলে সব ধরনের সিকিউরিটি ফিচারের সুবিধা পাবেন আপনি।

স্মার্টফোনে ইউজারের গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য বেশ কিছু ফিচারের সেটিংস ঠিক করে রাখা যায়। এইসব সেটিংস সম্পর্কে জেনে রাখা দরকার বেড়াতে যাওয়ার আগে। সবার আগে নিজের ফোনের লোকেশন বন্ধ করে রাখুন। তাহলে আপনি কোথায় আছেন সেটা সহজে বুঝতে পারবে না হ্যাকাররা।

কোথাও ঘুরতে গেলে ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়া প্রায় সবারই অভ্যাস। নিজেকে সুরক্ষিত রাখতে বেড়ানো থেকে ফিরে ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করাই ভালো হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

এস/কেবি


সোশ্যাল মিডিয়া ডিভাইস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250