ফাইল ছবি (সংগৃহীত)
টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে হামলায় তাবলিগ জামাতের তিন মুসল্লি নিহতের ঘটনায় দিল্লির মাওলানা সাদ কান্ধলবীর অনুসারী নেতা মুয়াজ বিন নূরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২২শে ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল মামুন এই রিমান্ড মঞ্জুর করেন।
গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আদালত সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, ইজতেমা ময়দানে হত্যা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ সাদপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূরকে আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডের শুনানির জন্য সকালে গাজীপুর জেলা কারাগার থেকে মুফতি মুয়াজ বিন নূরকে আদালতে আনা হয়। এ সময় তাবলিগে তার বিরোধী পক্ষের লোকজন আদালতের সামনের সড়কে বিক্ষোভ করেন। তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ড চান।
গত বৃহস্পতিবার (১৯শে ডিসেম্বর) গভীর রাতে ঢাকার উত্তরার একটি বাসা থেকে মুয়াজ বিন নূরকে গ্রেফতার করে পুলিশ। তিনি ইজতেমা মাঠের তিন হত্যাকাণ্ডের অন্যতম আসামি। এই হত্যাকাণ্ডের উস্কানিদাতা হিসেবে তাকে চিহ্নিত করেছেন বিরোধীরা।
তাবলিগ জামাত নিয়ে অনেক দিন ধরেই বিরোধ চলে আসছে। সাদপন্থীদের জোড়কে কেন্দ্র করে সেই বিরোধ চরম আকার ধারণ করে। এ ব্যাপারে মীমাংসার জন্য সরকারের পক্ষ থেকে বুধবার দুই পক্ষকেই ডাকা হয়। তবে এর আগেই ভোররাতে বিশ্ব ইজতেমার ময়দান দখল করতে যান সাদপন্থীরা। এ সময় বিরোধী পক্ষের যারা ইজতেমা মাঠে অবস্থান করছিলেন তাদের ওপর হামলা চালান তারা। এতে তিনজন নিহত এবং শতাধিক আহত হন।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৯শে ডিসেম্বর) সন্ধ্যায় মাওলানা জুবায়েরের অনুসারী নেতা এসএম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। এতে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকশ জনকে আসামি করা হয়।
ওআ/কেবি
খবরটি শেয়ার করুন