শুক্রবার, ৯ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পরিস্থিতি আরও জটিল করতে আগ্রহী নয় ভারত: জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ৮ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতে সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছিকে ভারত জানাল, প্রত্যাঘাতের পর পরিস্থিতি আরও জটিল করতে নয়াদিল্লি আগ্রহী নয়। তবে পাকিস্তান সামরিক আক্রমণ করলে ভারত তার যোগ্য জবাব দেবে। খবর এনডিটিভির।

ভারত ও ইরানের ২০তম যৌথ কমিশনের বৈঠকে যোগ দিতে এক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আব্বাস আরাগছি। গতকাল বুধবার (৭ই মে) তিনি দিল্লি পৌঁছান। আজ বৃহস্পতিবার (৮ই মে) যৌথ কমিশনের বৈঠকে অতিথিদের স্বাগত জানিয়ে দেওয়া ভাষণে ভারতের এ মনোভাবের কথা স্পষ্ট করে জানিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

স্বাগত ভাষণে জয়শঙ্কর বলেন, ‘এমন একটা সময়ে আপনারা ভারতে এসেছেন, যখন গত ২২শে এপ্রিল জম্মু-কাশ্মীরে ঘটে যাওয়া এক ঘৃণ্য হত্যাকাণ্ডের উপযুক্ত জবাব দিতে আমরা ব্যস্ত। জম্মু-কাশ্মীরের ওই হামলা আমাদের বাধ্য করেছে, সীমান্তপারের জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিতে। আমরা লক্ষ্যবস্তু বেছে বেছেই প্রত্যাঘাত করেছি।’

জয়শঙ্কর বলেন, ‘পরিস্থিতি আরও জটিল হয়ে উঠুক, তা আমরা চাই না। তবে আমাদের ওপর আঘাত এলে নিঃসন্দেহে আমরা তা দৃঢ়তার সঙ্গে প্রতিহত করব।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে জয়শঙ্কর বলেন, ‘আপনারা আমাদের প্রতিবেশী ও ঘনিষ্ঠ সহযোগী। পরিস্থিতি সম্যকভাবে জানা আপনাদের জন্য জরুরি।’

এইচ.এস/

এস জয়শঙ্কর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন