বৃহস্পতিবার, ২রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় ২৫ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সরকার ঘোষিত বার্ষিক ইনক্রিমেন্টের পরিমাণ প্রত্যাখ্যান করে বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।

শ্রমিকদের আন্দোলন ও কর্মবিরতির মুখে বুধবার (১১ই ডিসেম্বর) আশুলিয়ার অন্তত ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে শ্রমিকরা গণমাধ্যমকে জানান, সরকার ঘোষিত বার্ষিক ইনক্রিমেন্ট ৪ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ১৫ শতাংশ বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা। অন্যথায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবে বলে জানান।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম গণমাধ্যমকে জানান, বর্ধিত বার্ষিক ইনক্রিমেন্ট দাবির কারণে ২৫টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। তবে কোথাও কোনো অপ্রীতিকর  ঘটনার খবর পাওয়া যায়নি। 

স্টারলিং নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করার চেষ্টা চালালেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ছাড়াও হামিম গ্রুপ, শারমিন, মেডলার, আল-মুসলিম, নেক্সট কালেকশনসহ অন্তত ২৫টি কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে বলে জানান তিনি।

ওআ/কেবি

সাধারণ ছুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250