আগামী ১৭-১৯ই জুলাই ২০২৪ তারিখ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা-এ সলিডারিডাড এশিয়া নেটওয়ার্ক , বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ( বিডা) এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে Bangladesh International Aquaculture And Seafood Show 2024 অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে বুধবার (২৬শে জুন ) বুধবার মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সকাল ১০.০০ ঘটিকায় এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব সাঈদ মাহমুদ বেলাল হায়দর এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ( বিডা) এর সদস্য জনাব মোহসিনা ইয়াসমিন।
সভায় জানানো হয়, আগামী ১৮ই জুলাই ২০২৪ তারিখ Bangladesh International Aquaculture And Seafood Show 2024 এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।
অনুষ্ঠানে ৩৫ টি দেশের ১০০টি প্রদর্শনী এবং প্রায় ১০ হাজার অতিথি অংশগ্রহণ করবেন। এছাড়া প্রদর্শনীতে ৫টি কৌশলগত সেশনও অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিগণ বক্তব্য প্রদান করেন। আন্তর্জাতিকমানের এ প্রদর্শনী যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং দেশের ভাবমূর্তি যেনো অক্ষুন্ন থাকে সে ব্যাপারে সভাপতি সকলের একান্ত সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানটি বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ( বিডা), মৎস্য অধিদপ্তর এবং সলিডারিডাড এশিয়া নেটওর্য়াক।
এইচআ/