ছবি: সংগৃহীত
আজ থেকে শুরু হচ্ছে ‘পর্যটক এক্সপ্রেসের’ আগাম টিকেট বিক্রি। আগামী ১০ই জানুয়ারি থেকে নতুন এই আন্তঃনগর ট্রেনের যাত্রা শুরু হবে। বুধবার (৩রা জানুয়ারি) টিকিট বিক্রির বিষয়টি জানান ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।
আরো পড়ুন: ঢাকা-কক্সবাজার রুটের নতুন ট্রেন চালু ১০ই জানুয়ারি
তিনি বলেন, আজ সকাল ৮টা থেকে কক্সবাজার রুটের নতুন আন্তঃনগর ট্রেন পর্যটক এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি করা হবে। যেহেতু বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনের ক্ষেত্রে ১০ দিন আগের অগ্রীম টিকিট বিক্রি করে, সেই হিসেবে সময় অতিবাহিত হওয়ায় আজ ১০, ১১ ও ১৩ জানুয়ারি আগাম টিকিট বিক্রি করা হবে।
এর আগে গত ২রা জানুয়ারি বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনন্ডন্ট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক পত্রে ১০ই জানুয়ারি থেকে নতুন ট্রেনের চলাচলের বিষয়টি জানা যায়।
এইচআ/ আই. কে. জে/