শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন *** ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম

ইসলাম গ্রহণের পর যে কথা বললেন লন্ডনের পুলিশ কর্মকর্তা (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩

#

ছবি: ব্রিটিশ পুলিশ কর্মকর্তা পিসি পল

ব্রিটিশ পুলিশ কর্মকর্তা পিসি পল দীর্ঘদিন ধরে মুসলিমদের মাঝে কাজ করছেন। এ সময় মুসলিমদের কর্মকাণ্ড দেখে তিনি সন্তুষ্ট হয়েছেন। আর সে কারণেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

ইসলাম গ্রহণের পর পল বলেন, আমি ইসলামকে বেছে নিইনি। আল্লাহ আমাকে বেছে নিয়েছেন।

তিনি বলেন, "আমি ১৬ বছর ধরে ব্রিটিশ পুলিশে কর্মরত। আর এ ১৬ বছর আমি এজওয়্যার রোডে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সঙ্গে কাজ করছি। তাদের কর্মকাণ্ডে আমি বেশ সন্তুষ্ট হয়ে গত জানুয়ারিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি"।

পিসি পল বলেন, আমি ব্রিটিশ পুলিশে কাজ করলেও এখানে আমার কাজ হলো মুসলিম সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করা। সে কারণে আমি তাদের সবাইকে খুব ভালোভাবে চিনি। শিশু, যুবক, বৃদ্ধ সবাইকে। এটা আসলে একটা বড় পরিবারের মতো।



নওমুসলিম পল বলেন, সবাই আমাকে বলতেন যে আমি একদিন মুসলিম হবো। কিন্তু কেউ আমাকে জোর করেনি। পরে আমি কোরআন পড়া শুরু করি। এরপর আমি ইসলামের দিকে মনোনিবেশ করি। এটি মনোমুগ্ধকর ও শান্তির ধর্ম।

ব্রিটিশ এই পুলিশ কর্মকর্তা বলেন, ৫ মাসে আমি দুইবার কোরআন পড়েছি। আমি কোনো নামাজে অনুপস্থিত ছিলাম না। লোকেরা জিজ্ঞাসা করে- কেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম? আমার উত্তর হলো- "আমি ইসলাম ধর্মকে বেছে নিইনি। আল্লাহ আমাকে বেছে নিয়েছেন"।

আরো পড়ুন: চীন ও আরব দেশগুলোর মধ্যে বড় বিনিয়োগ চুক্তি

পল বলেন, আলহামদুলিল্লাহ, আমার মনে কোনো সন্দেহ নেই। আমি এখানে শুধু পুলিশ কর্মকর্তা নই। কারও ভাই, কারও চাচা, কারও ছেলে আবার কারও ভাতিজা এবং একজন বন্ধু। আমি গর্বিত।

সূত্র: টিআরটি

এম এইচ ডি/

ইসলাম গ্রহণ ইসলাম পুলিশ কর্মকর্তা লন্ডন নওমুসলিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250