শনিবার, ১১ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশমুখী এলপিজির জাহাজ *** চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে গুজব, যা বললেন ছেলে জয় *** ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা সব সময় ধর্ম পালনকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করেন: স্বরাষ্ট্র উপদেষ্টা *** বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐকমত্য কমিশন *** ‘কারা লুঙ্গি তুলে চেক করে মানুষ মেরেছে, তা সবারই জানা’ *** শান্তিতে নোবেলজয়ী মারিয়া মাচাদোকে অভিনন্দন জানালেন ড. ইউনূস *** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ

উইন্ডোজ ১০ ও ১১ থেকে স্ক্রিনশট নেওয়ার বিভিন্ন উপায়

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত নানা কাজের প্রয়োজনে স্মার্টফোন বা কম্পিউটারের পর্দার স্ক্রিনশট নিতে হয়। স্মার্টফোনের পাশাপাশি কম্পিউটার থেকেও পর্দার স্ক্রিনশট নেওয়া যায়। উইন্ডোজ ১০ ও ১১ অপারেটিং সিস্টেম–চালিত কম্পিউটারে বিভিন্ন উপায়ে স্ক্রিনশট নিতে পারেন ব্যবহারকারীরা। দেখে নেওয়া যাক কীভাবে কম্পিউটারে স্ক্রিনশট নেওয়া যায়।

>> কি–বোর্ডের প্রিন্ট স্ক্রিন পদ্ধতি-

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে পর্দার স্ক্রিনশট নেওয়ার জনপ্রিয় ও বহুল ব্যবহৃত পদ্ধতি হচ্ছে কি–বোর্ডের ‘Print Screen’ কি। কম্পিউটার কি–বোর্ডের ওপরের সারিতে থাকা PrtSc বা Print Screen বোতাম চাপার পর মাইক্রোসফট ওয়ার্ডে Ctrl+V চাপলে বা মাউস থেকে ডান ক্লিক করে পেস্ট করে পর্দার স্ক্রিনশট পাওয়া যায়। Alt+PrtSc—এই দুটি বোতাম একসঙ্গে চাপলেও এ পদ্ধতিতে স্ক্রিনশট নেওয়া যায়।

এ ছাড়া উইন্ডোজ কি এবং PrtSc বা Print Screen একসঙ্গে চেপে ধরলেও কম্পিউটার পর্দার স্ক্রিনশট নেওয়া যায়। এই স্ক্রিনশটটি সরাসরি কম্পিউটারের C:/ ড্রাইভে জমা হয়। এটি খুঁজে পেতে কম্পিউটারের পিকচারস ফোল্ডার থেকে স্ক্রিনশটে যেতে হবে। সেখানে এ পদ্ধতিতে নেওয়া স্ক্রিনশট স্বয়ংক্রিয়ভাবেই জমা হয়।

>> স্নিপিং টুল অ্যাপ-

স্নিপিং টুল অ্যাপ ব্যবহার করেও কম্পিউটারের পর্দার স্ক্রিনশট নেওয়া যায়। এ সুবিধাটি প্রথম চালু হয় ২০০৫ সালে। এরপর থেকেই এটি পর্দার স্ক্রিনশট নেওয়ার জন্য ব্যবহৃত হয়ে আসছে। সাধারণত কম্পিউটারের সার্চ বারে গিয়ে স্নিপিং টুল লিখে এ সুবিধাটির উইন্ডো চালু করা যায়। উইন্ডো চালু হলে নিউ অপশনে ক্লিক করে কম্পিউটারের পর্দার প্রয়োজনীয় অংশ নির্বাচন করে স্ক্রিনশট নেওয়া যায়।

>> স্নিপ অ্যান্ড স্কেচ-

স্নিপ অ্যাপ স্কেচ পদ্ধতি ব্যবহার করে কম্পিউটারের পর্দার বিভিন্ন অংশ নির্বাচন করে স্ক্রিনশট নেওয়া যায়। এ জন্য কম্পিউটারের ডান দিকে নিচের অংশে থাকা নোটিফিকেশন প্যানেল থেকে স্ক্রিন স্নিপ নির্বাচন করতে হবে। এরপর একটি উইন্ডো চালু হবে। এখানে পাঁচটি অপশন দেখা যাবে। রেকট্যানগুলার স্নিপ থেকে পর্দার যেকোনো অংশের চতুর্ভুজাকার স্ক্রিনশট নেওয়া যায়।

আরো পড়ুন: আপনার অজান্তে কেউ ফোন ব্যবহার করলে জানবেন যেভাবে

নিচের পছন্দ অনুযায়ী আকৃতির স্ক্রিনশট নিতে ফ্রিডম স্নিপ ব্যবহার করা যায়। উইন্ডো স্নিপ দিয়ে যেকোনো উইন্ডোর পূর্ণাঙ্গ স্ক্রিনশট নেওয়া যায়। ফুলস্ক্রিন স্নিপ ব্যবহার করে কম্পিউটারের পুরো পর্দার স্ক্রিনশট নেওয়া যায়। ক্রসবার ব্যবহার করে স্নিপ অ্যান্ড স্কেচ থেকে বের হয়ে যাওয়া যায়।

××× উইন্ডোজ কি, শিফট ও S একসঙ্গে চেপে সহজে স্নিপ অ্যান্ড স্কেচ পদ্ধতি চালু করা যায়।×××

>> এক্সবক্স গেম বার-

এক্সবক্স গেমবার ব্যবহার করে কম্পিউটার পর্দার স্ক্রিনশট নেওয়া যায়। এ জন্য কম্পিউটারের কি–বোর্ডের উইন্ডোজ এবং G একসঙ্গে চাপতে হবে। পরে পেজে প্রদর্শিত পপআপ থেকে ক্যামেরা আইকনে ক্লিক করলে পর্দার স্ক্রিনশট নিয়ে একটি পপআপ দেখা যাবে। এরপর স্ক্রিনশটটি কম্পিউটারের ভিডিওসের ক্যাপচারস ফোল্ডারে স্বয়ংক্রিয়ভাবে জমা হবে। এ ছাড়া কম্পিউটারের সার্চ বারে এক্সবক্স গেম বার লিখেও এ এক্সবক্স গেম বার পেজে যাওয়া যায়।

>> মাইক্রোসফট এজ ব্রাউজার-

মাইক্রোসফট এজ ব্রাউজার ব্যবহার করে ব্রাউজারে দেখানো ওয়েবপেজ এবং ট্যাবের স্ক্রিনশট নেওয়া যায়। এ জন্য ব্রাউজারের ওপরের অংশে ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে ওয়েব ক্যাপচার নির্বাচন করতে হবে। এরপর প্রদর্শিত পেজে ক্যাপচার এরিয়া বা ক্যাপচার ফুলপেজের মধ্যে যেকোনো একটি অপশন নির্বাচন করতে হবে।

>> অন্যান্য অ্যাপ-

তৃতীয় পক্ষের (থার্ড পার্টি) নির্মাতাদের অ্যাপ ব্যবহার করেও উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কম্পিউটারে স্ক্রিনশট নেওয়া যায়। স্ন্যাগিট, পিকপিক, লাইটশট এবং শেয়ার এক্স অ্যাপ ব্যবহার করে কম্পিউটারে স্ক্রিনশট নেওয়া যেতে পারে।

সূত্র: বিজিআর ডটকম

এমএইচডি/ আইকেজে 

টিপস কম্পিউটার টিপস কম্পিউটার উইন্ডোজ ১০

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশমুখী এলপিজির জাহাজ

🕒 প্রকাশ: ০২:২৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

বাড়ি না থাকুক, বেঁচে থাকা তো যাবে

🕒 প্রকাশ: ০১:৪৭ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে গুজব, যা বললেন ছেলে জয়

🕒 প্রকাশ: ০১:৩৬ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা সব সময় ধর্ম পালনকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

🕒 প্রকাশ: ০১:২৯ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐকমত্য কমিশন

🕒 প্রকাশ: ০১:২৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

Footer Up 970x250