সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

শিমুল মুস্তাফার আবৃত্তিতে খোকন কুমার রায়ের কবিতা- আমার আমি, এখন! (ভিডিও সহ)

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ৩রা জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

আমার আমি, এখন!

খোকন কুমার রায় 

আমি তো ঠিক এ রকম না
ছিলাম এক টু অন্য রকম
তোমরাই যে রং বদলালে
রাঙিয়ে আমায় যখন তখন! 
আমি তো ঠিক এ রকম না
ছিল না মনে নষ্ট ভাবনা
সবাই মিলে পাল্টে দিলে
হয়েই গেলাম অন্য রকম!
আমি তো ঠিক এ রকম না
সয়ে নিতাম সব যাতনা
আপন স্বার্থ ঠিক পেতাম না
এক বর্ণীয় মনের গড়ন!
আমি তো ঠিক এ রকম না
দিতাম না কারো মনে হানা
কায়দা করে প্রেম শিখালে
এখন করো কত বাহানা!
আমি তো ঠিক এ রকম না
বিষাদ মাখা আমার বিছানা
স্বপ্ন দেখতে ঘুমাতে চাই
তবু যে হায় ঘুম আসেনা!
আমি তো ঠিক এ রকম না 
ছিলাম হয়ে খোকন সোনা
বকা দিলেও রাগ করতাম না
এখন  ভাঙচুর যখন তখন!
আমি তো আর নেই সে আমি
পাল্টে গেছি অনেক খানি
ওলট পালট করে দিলে
আমিই এখন আমার অচেনা!


আরো পড়ুন: কবিতা:‌‌ এখন কিছু বুঝি –শুভাশীষ কুমার চ্যাটার্জী

কবিতা খোকন কুমার রায়

খবরটি শেয়ার করুন