সোমবার, ৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা: শতবর্ষে আমার প্রিয় বিদ্যালয়— খোকন কুমার রায়

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৩

#


শতবর্ষে আমার প্রিয় বিদ্যালয় 

——খোকন কুমার রায় 

শতবর্ষ করেছ পার, হে স্বপ্নের আলয়

সুখ জাগানিয়া 

আঠারবাড়ী এম সি উচ্চ বিদ্যালয়!


কত স্মৃতি কত আবেগ

মিশে আছে এখানে 

শৈশবে ফেলে আসা

প্রিয় সবুজ প্রাঙ্গনে!


দল বেঁধে স্কুলে যাওয়া

পড়া না শিখলে ভয় পাওয়া

ঝালমুড়ি, চকলেট টিফিনে

এখনো যে পাই অবচেতনে! 


যুগে যুগে দিয়েছো জন্ম 

কত শত গুণীজনে

সদা জাগ্রত তুমি

মুখরিত কোমল প্রাণে!


জসীমউদ্দিন, ররি ঠাকুরের 

স্মৃতি বিজরিত অঙ্গনে

বার বার ফিরে যাই

সাদা, সবুজের টানে!

শতবর্ষে আমার প্রিয় বিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন