ছবি : সংগৃহীত
চট্টগ্রামে সাইফুল আলম (৩৮) নামে নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতার সাইফুল আলম চট্টগ্রামের লোহাগাড়া থানার বড়হাতিয়া গ্রামের মৃত জাগির হোসেনের ছেলে।
শনিবার (১৩ই জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৭।
আরো পড়ুন: রেললাইনের ক্লিপ খুলে নেওয়ার সময় যুবক আটক
র্যাব জানায়, ২০২২ সালে চট্টগ্রামের লোহাগাড়া থানার এক নারী নির্যাতন মামলার আসামি সাইফুল আলম দীর্ঘদিন ধরে পলাতক। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ জানুয়ারি) নগরীর বায়েজিদ বোস্তামী থানার বিএসআরএম মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে লোহাগাড়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র্যাব।