শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নুরের অবস্থা স্থিতিশীল, জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক *** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস *** টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ২২ মাস পর একাদশে সাইফ *** ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবেন না, আল্লাহ ছাড়া: সালাহউদ্দিন আহমদ *** নুরুল হকের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার *** নুরকে ফোনকল করেছেন প্রধান উপদেষ্টা, জানালেন গণঅধিকারের দপ্তর সম্পাদক *** নুরের ওপর হামলার বিচারবিভাগীয় তদন্ত করবে সরকার *** ৪ মাস ১৮ দিন পর পাগলা মসজিদের দানবাক্সে ৩২ বস্তা টাকা

জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বদনাম ছড়ালে মনোনয়ন দিবে না আ.লীগ: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বদনাম না করতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সতর্ক করে দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে প্রধানমন্ত্রী বলেছেন, মন্ত্রী, সংসদ সদস্যসহ আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দলেরই যেসব নেতা বদনাম ছড়াচ্ছেন, তাঁদের আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না। 

শনিবার (১২ আগস্ট) রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলীয় সভাপতি শেখ হাসিনা আরও বলেছেন, নেতা-কর্মীদের কাজ হচ্ছে বিএনপি-জামায়াতের দুঃশাসন ও অপকর্ম তুলে ধরা। কিন্তু তা না করে অনেকে দলের জনপ্রতিনিধিদের নামে বদনাম ছড়ান। যাঁরা এটা করবেন, তাঁদের দলীয় মনোনয়ন দেওয়া হবে না।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র দলীয় সভাপতির এমন বক্তব্য ও নেতাদের সতর্ক করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, সাম্প্রতিক সময়ে দলীয় প্রধান শেখ হাসিনা আগামী নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে কাদা-ছোড়াছুড়ি নিয়ে একাধিকবার কথা বলেছেন। মূলত আগামী নির্বাচন সামনে রেখে দলীয় ঐক্য বাড়ানো এবং বিভেদ কমানোর লক্ষ্যে একই বিষয়ে আবারও কথা বলেছেন তিনি। পাশাপাশি তিনি আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের সুফল প্রচার করতে বলেছেন।

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক শনিবার সন্ধ্যা সাতটায় শুরু হয়। প্রথমে দলীয় সভাপতি শেখ হাসিনা সূচনা বক্তব্য দেন। এরপর শোক প্রস্তাব পাঠ ও সাংগঠনিক সম্পাদকদের প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠক সূত্র জানায়, সাংগঠনিক সম্পাদকদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দলের দুঃসময়ে যাঁরা ছিলেন, নতুন কমিটি করার সময় তাঁদের বাদ দেওয়া যাবে না।

বৈঠকে উপস্থিত সূত্র জানায়, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের প্রতিবেদন উপস্থাপনের সময় সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক সুনামগঞ্জ জেলা শাখার কমিটিতে দলের জন্য নিবেদিতপ্রাণ নেতাদের বাদ দেওয়ার অভিযোগ করেন। এ সময় তাঁর কথার জবাব দেওয়ার চেষ্টা করেন আহমদ হোসেন। তিনি বলেন, উনি (জেবুন্নেছা হক) দুজনের নাম সুপারিশ করেছেন।

এর মধ্যে একজনকে রাখা হচ্ছে। তখন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘তাঁর (জেবুন্নেছা) দুই বা এক নামের বিষয় না, উনি (জেবুন্নেছা) যেভাবে বলেছেন, ওইভাবে যাতে কমিটি হয়, এখানে দলের ত্যাগী নেতা কেউ বাদ যাচ্ছে কি না, সেটা দেখতে হবে।’

বৈঠক সূত্র জানায়, আগামী ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধন করা হবে। ওই দিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সুধী সমাবেশের আয়োজন করবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। এ কারণে আগামী ২ সেপ্টেম্বর সিলেটে দলের জনসভা স্থগিত করা হয়েছে। এই জনসভার তারিখ পরে চূড়ান্ত করা হবে। 

এম.এস.এইচ/

শেখ হাসিনা আওয়ামী লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন