জ্যাম এড়াতে অচেনা ব্যক্তির মোটরসাইকেলে চেপে বসলেন অমিতাভ- ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
জ্যাম কাউকেই ছাড় দেয়না। তবে আর দশজনের মত বলিউড সম্রাট অমিতাভ বচ্চন কে তো ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকা চলবেনা! সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে মুম্বাই শহরের রাস্তায়। ভয়ঙ্কর জ্যামের কবলে পড়েছিলেন বিগ বি অমিতাভ বচ্চন। এদিকে তার ছিল কাজে পৌঁছানোর তাড়া। অগত্যা নাজেহাল অবস্থায় কর্মস্থলে পৌঁছতে সাহায্য নিলেন তারই একজন ভক্তের।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী সঠিক সময় কর্মক্ষেত্রে পৌঁছতে ভক্তের সাহায্য নিলেন অমিতাভ বচ্চন। রবিবার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে অভিনেতা নিজেই জানালেন সেই ঘটনা।
ইনস্টাগ্রামে বিগ বি র পোস্ট করা ছবিতে তাকে এক ব্যক্তির বাইকের পিছনের সিটে বসে থাকতে দেখা যাচ্ছে। এসময় কালো রঙের টিশার্ট এবং নীল প্যান্টের সঙ্গে তিনি খয়েরি রঙের ব্লেজার এবং সাদা স্নিকার পরে আছেন।
এছাড়া পোস্ট শেয়ার করে ভক্তকে ধন্যবাদ জানিয়ে অমিতাভ লেখেন, ‘এই সফরের জন্য ধন্যবাদ ভাই। তুমি জানো না আমি তোমার প্রতি কতটা কৃতজ্ঞ। আমার কাজের জায়গায় তুমি আমায় সঠিক সময় পৌঁছে দিয়েছ। এই ভয়ঙ্কর জ্যাম উপেক্ষা করে আমায় এভাবে পৌঁছানোর জন্য অনেক ধন্যবাদ হলুদ রঙের টিশার্ট পরা ভাই।’
এদিকে সেই পোস্টে রিঅ্যাক্ট এবং কমেন্টের ঝড় তুলে ভক্ত এবং অভিনেতারা বিভিন্ন মন্তব্য করছেন। অভিনেতা রোহিত বোস এই ছবিতে কমেন্ট করে লেখেন, ‘এই পৃথিবীর সব থেকে কুল মানুষ হলেন আপনি অমিতজি।’
সায়নী গুপ্তা লেখেন, ‘সব শুনেছি মিস্টার বচ্চন অত্যন্ত সময় মেনে চলেন। আজ সেটাকে মূল্য দিতে দেখলাম। আশা করব অভিনেতারা আপনার থেকে এটা শিখবেন।’ তবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু শাহেনশাহকে হেলমেট না পরার জন্য বেশ কটাক্ষের মুখেও পড়তে হচ্ছে। এক ব্যক্তি লেখেন, ‘দুজনের কেউই হেলমেট পড়েননি। আরেকজন লেখেন, 'কাজে যাওয়ার এত তাড়া যে হেলমেট পড়তে পারেননি।’
আরো পড়ুন: ‘সবার ভালোবাসা মুগ্ধ করছে’
অমিতাভ বচ্চনকে আগামীতে ব্যাগ অশ্বিন পরিচালিত প্রজেক্ট কে এবং রিভু দাশগুপ্ত পরিচালিত সেকশন ৮৪ সিনেমায় দেখা যাওয়ার কথা আছে। প্রজেক্ট কে তে তার সঙ্গে থাকবেন প্রভাস, দীপিকা পাড়ুকোন।
এম/
খবরটি শেয়ার করুন