বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘কর্মক্ষেত্রে কাজের চাপ পুরুষদের সমকামী করে তুলতে পারে’ *** মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার, সিনিয়র সহকারী সচিব কারাগারে *** নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, খোঁজ-খবর রাখবে *** ‘প্রধান উপদেষ্টা ব্যস্ত, তাই ৩৩২ নম্বর এআইকে পাঠিয়েছেন’ *** ‘একজন সাংবাদিক জেলখানায় আছে, অথচ কেউ কিছু লেখেননি’ *** রোনালদো কি ৩৬৩ কোটি টাকার বিলাসবহুল ‘রিটায়ার্ড হোম’ বিক্রি করে দিচ্ছেন *** নির্বাচন ও গণভোট ঘিরে উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন *** সাংবাদিক আনিস আলমগীরকে এবার দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো *** জনগণ যাকে নির্বাচিত করবে, সেই সরকারের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত *** পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৩৩ হাজার প্রবাসী, দেশে পৌঁছেছে ২৯৭২৮

তিন বছরে যুক্তরাষ্ট্রে ভারতীয়দের বিনিয়োগ বেড়েছে ৮১%

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৬ অপরাহ্ন, ৬ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

তিন বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়দের বিনিয়োগ ১ হাজার ৮০০ কোটি ডলার বা ৮১ শতাংশ বেড়েছে। ২০২০ সালে যুক্তরাষ্ট্রে যেখানে ভারতের বিনিয়োগের পরিমাণ ছিল ২২ বিলিয়ন বা ২ হাজার ২০০ কোটি মার্কিন ডলার, সেখানে তা বেড়ে এখন ৪০ বিলিয়ন বা ৪ হাজার কোটি ডলারে উঠেছে। তবে সামগ্রিক এই বিনিয়োগের অর্ধেকই হয়েছে মাত্র দুটি খাতে। খাত দুটি হলো ফার্মাসিউটিক্যালস বা ওষুধ ও তথ্যপ্রযুক্তি।

কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। সংস্থাটি  জানায়, বিনিয়োগ বৃদ্ধির ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসারত ভারতীয় কোম্পানিগুলোতে ২০২০ সাল থেকে এ পর্যন্ত কর্মসংস্থান ২৪০ শতাংশ বেড়েছে। এসব কোম্পানিতে সব মিলিয়ে বর্তমানে ৪ লাখ ২৫ হাজার জনবল রয়েছে। তিন বছর আগে ২০২০ সালে এই সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার। খবর নিউজ ডট ইয়াহুর।

টাটা কনসালট্যান্সি সার্ভিসেস, ইনফোসিস, উইপ্রো, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও এসসারের মতো ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সাম্প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসা উল্লেখযোগ্যভাবে প্রসারিত করেছে। তবে তাদের বিনিয়োগ বৃদ্ধির কারণ ব্যাখ্যা করা হয়নি সিআইআইর প্রতিবেদনে।

সিআইআইর প্রতিবেদন মতে, যুক্তরাষ্ট্রে ভারতীয় কোম্পানিগুলোর মোট বিনিয়োগের ৫০ শতাংশই হয়েছে ফার্মাসিউটিক্যালস তথা ওষুধ ও তথ্যপ্রযুক্তি খাতে। সেখানে কোম্পানিগুলো তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় প্রায় ১৮ কোটি ৫০ লাখ ডলার এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের জন্য প্রায় ১০০ কোটি ডলার ব্যয় করেছে।

ভারতীয় কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যেই সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে, যা পরিমাণে প্রায় এক–চতুর্থাংশ। এই রাজ্যে তাদের বিনিয়োগের পরিমাণ ৯৮০ কোটি ডলার। সেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় ২১ হাজার মানুষের। টেক্সাসের কর আইন ও পরিবেশ তুলনামূলকভাবে ব্যবসাবান্ধব হওয়ায় ভারতীয়রা এই রাজ্যে বেশি বিনিয়োগ করেন।

টেক্সাসের পেছনে রয়েছে জর্জিয়া রাজ্য, যেখানে ভারতীয় কোম্পানিগুলো বিনিয়োগ করেছে ৭৫০ কোটি ডলার। এ ছাড়া নিউ জার্সিতে ৪২০ কোটি, নিউইয়র্কে ২১০ কোটি ও ম্যাসাচুসেটসে ১৪০ কোটি ডলার বিনিয়োগ করেছে ভারতীয় কোম্পানিগুলো।

যুক্তরাষ্ট্রে ভারতীয় কোম্পানিগুলোতে দ্বিতীয় সর্বোচ্চ কর্মসংস্থান হয়েছে নিউইয়র্কে, যা সংখ্যায় ১৯ হাজারের বেশি।

আরো পড়ুন: জাপানে শিশুদের কান্নার প্রতিযোগিতা (ভিডিও)

সিআইআইর প্রতিবেদনে বলা হয়েছে, এই ভারতীয় কোম্পানিগুলোর বেশির ভাগেরই যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে নিজেদের ব্যবসা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে তারা আগামী পাঁচ বছরে আরও বেশি কর্মী নিয়োগ করতে চায়।

এসি/আইকেজে 

যুক্তরাষ্ট্র ভারতীয় বিনিয়োগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250