মাই ডিয়ার জান,
আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আর তুমি ভালো থাকো আমি চাই। জান, কিভাবে কী করে কী হয়ে গেলো তোমার সাথে বলতে পারবো না। নিজের অজান্তে মনে মনে কখন তোমায় ভালোবেসে ফেলেছি তা আমার অজানায় রয়ে গেলো।
তবে এটা বলতে পারি, তোমার কোনো কিছু দেখে কিন্তু আমি ভালোবাসিনি তোমায়। তাই আমার তরফ থেকে আমি বলতে পারবো- এটা সত্যিকারের ভালোবাসা। আমি যেভাবে তোমায় ভালোবেসেছি সেভাবে যেন সারাজীবন ভালোবাসতে পারি। তোমাকে ভালোবাসার মধ্যেই শুরু হলো আমার জীবনের নতুন অধ্যায়।
যেখানে শুধু তুমি আর আমি, আর আমাদের নতুন সংসার। যার মধ্যে থাকবে না কোনো হিংসা, অহংকার। যেখানে সবাই সবাইকে শুধুই ভালোবাসবে। জান, একদা একটা ভুল নাম্বারে কল করা হয় আমাকে তারপর থেকেই ভালোবাসা। আর আমি আশা করি আমার এই একটা চিঠি সবসময় রয়ে থাকবে তোমার কাছে সারাজীবন।
কোনো দিনও ভুলে যেও না আমাকে। আমি ভালোবাসি জান তোমাকে।
——ইতি
তোমার ভালোবাসার আমি
তুমি হয়তো তেমনই আছো, ভুলিনি এতটুকুও! তুমি ছাড়া আমি বড়ই শূন্য..
খবরটি শেয়ার করুন