মঙ্গলবার, ৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যারা শুল্ক কমানোর অনুরোধ করেছে, তাদের সঙ্গে আলোচনা করা হবে: ট্রাম্প *** সিলেটসহ বিভিন্ন স্থানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ *** দেশবাসীকে নিয়ে ‘মার্চ ফর গাজা'য় অংশ নেবেন মাহমুদউল্লাহ *** রাষ্ট্রপতি পদক পেলেন পুলিশ সদস্য রিয়াদ *** স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান বাংলাদেশের *** ভারতের রাষ্ট্রপতির সম্মতি, ওয়াক্‌ফ বিল আইনে পরিণত *** ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে ক্রিকেটাররা *** পাল্টা শুল্ক স্থগিতের অনুরোধ করে ট্রাম্পকে চিঠি প্রধান উপদেষ্টার *** প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা–১ পর্বতের চূড়ায় বাবর আলী *** ‘ইন্ডিয়ান আইডল’ কলকাতার মানসী ঘোষ

ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা, কারাগারে নারী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

নওগাঁয় ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মিথ্যা মামলা করায় এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে এ নির্দেশ দেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৯ নভেম্বর বদলগাছী উপজেলার চাপাডাল গ্রামের আসাদুল হাকিমের স্ত্রী মারিয়া বেগম (৪৮) একই গ্রামের তহিদুল তুহিনসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ করে একটি মামলা করেন। তবে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করলে মামলার বাদী পুলিশের প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেন। পরে শুনানি নিয়ে ঘটনাটি বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন আদালত।

বিচার বিভাগীয় তদন্তে ঘটনাটির সত্যতা রয়েছে মর্মে অনুসন্ধান প্রতিবেদন আদালতে জমা দিলে মামলাটির বিচারিক কার্যক্রম আবারও শুরু হয়। নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ তিনজন সাক্ষীর সাক্ষ্য নেন। সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে মিথ্যা মামলা আনয়ন করা হয়েছে পর্যবেক্ষণ দিয়ে ১০ আগস্ট আসামিদের খালাস দেন বিচারক।

এ ঘটনায় শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতি হয়েছে দাবি করে মারিয়া বেগমসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন তহিদুল ইসলাম নামের একজন। নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার অভিযোগটি আমলে নিয়ে ওই নারীসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে মারিয়া বেগম জামিন শুনানির প্রার্থনা করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি মো. মকবুল হোসেন।

এসকে/ 

নারী কারাগার ধর্ষণ মামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন