সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নারীর শরীরে রোবোটিক নিডলের মাধ্যমে শুক্রাণু, জন্ম দুই শিশুর

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩

#

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রোবোটিক নিডলের মাধ্যমে এক মায়ের গর্ভাশয়ে শুক্রাণু প্রবেশ করানো হয়েছে। আর এরপর ওই মা জন্ম দিয়েছেন দুটি মেয়েশিশু। দুই শিশুই সুস্থ আছে।

বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) জানায়, স্পেনের বার্সেলোনার একদল প্রকৌশলী এ রোবোটিক নিডল বানিয়েছেন। এটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নিউ হোপ ফার্টিলিটি সেন্টারে এক নারীর গর্ভাশয়ে শুক্রাণু প্রবেশ করানো হলে তিনি গর্ভধারণ করেন।

এমআইটি থেকে প্রকাশিত এমআইটি টেকনোলজি রিভিউতে এ সংক্রান্ত একটি নিবন্ধে বলা হয়েছে , রোবোটিক নিডল ব্যবহার করে গর্ভধারণের পর সন্তানের জন্ম দেওয়া ঘটনা বিশ্বে এটাই প্রথম। এই কাজে প্রকৌশলীদের তেমন অভিজ্ঞতা ছিল না। এ ক্ষেত্রে তারা সনির প্লে–স্টেশন ৫-এর কন্ট্রোলার ব্যবহার করেছেন। ক্যামেরায় দেখে  সুচারুভাবে ওই নারীর শরীরে শুক্রাণু প্রবেশ করাতে সফল হন। পরবর্তী সময়  ওই নারীর গর্ভে দুটি ভ্রূণ জন্ম নেয়।

আরো পড়ুন: পানির বোতলে থাকে টয়লেটের চেয়েও বেশি জীবাণু: গবেষণা

বিশেষজ্ঞরা বলছেন, সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাওয়া এই অর্জন আধুনিক পদ্ধতির ইন-ভিট্রো ফার্টিলাইজেশনের (আইভিএফ) খরচ অনেকটা কমিয়ে আনতে সক্ষম হবে। রোবোটিক নিডলটি তৈরি করেছে ওভারচার লাইফ নামের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান।

বর্তমানে প্রতিবছর আইভিএফ পদ্ধতিতে বিশ্বে প্রায় ৫ লাখ শিশুর জন্ম হয়। তবে এ পদ্ধতি বেশ জটিল, দীর্ঘ, শ্রম নিবিড় ও ব্যয়বহুল। প্রয়োজন হয় প্রশিক্ষিত ভ্রূণ বিশেষজ্ঞের।

এমএইচডি/  আই. কে. জে/

যুক্তরাষ্ট্র বিশ্ব আন্তর্জাতিক নারী শরীর রোবোটিক নিডল শুক্রাণু শিশুর জন্ম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন