বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘কর্মক্ষেত্রে কাজের চাপ পুরুষদের সমকামী করে তুলতে পারে’ *** মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার, সিনিয়র সহকারী সচিব কারাগারে *** নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, খোঁজ-খবর রাখবে *** ‘প্রধান উপদেষ্টা ব্যস্ত, তাই ৩৩২ নম্বর এআইকে পাঠিয়েছেন’ *** ‘একজন সাংবাদিক জেলখানায় আছে, অথচ কেউ কিছু লেখেননি’ *** রোনালদো কি ৩৬৩ কোটি টাকার বিলাসবহুল ‘রিটায়ার্ড হোম’ বিক্রি করে দিচ্ছেন *** নির্বাচন ও গণভোট ঘিরে উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন *** সাংবাদিক আনিস আলমগীরকে এবার দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো *** জনগণ যাকে নির্বাচিত করবে, সেই সরকারের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত *** পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৩৩ হাজার প্রবাসী, দেশে পৌঁছেছে ২৯৭২৮

নিষিদ্ধ সাইটে প্রবেশ করলেই শনাক্ত হবে ডিভাইস!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৫ পূর্বাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

ইন্টারনেট সংযোগ ব্যবহার করে নিষিদ্ধ ওয়েবসাইটে প্রবেশ করা মাত্রই আইপি এড্রেসের মাধ্যমে ডিভাইস শনাক্ত করবে বাংলাদেশ রিসার্চ এডুকেশন নেটওয়ার্কস (বিডিরিন)। একই সঙ্গে বিচ্ছিন্ন করা হবে ওই ডিভাইসের ইন্টারনেট সংযোগ। প্রাথমিক পর্যায়ে সর্বোচ্চ ২০০ এমবিপিএস গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়েছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান হলে রুমভিত্তিক ইন্টারনেট সংযোগের উদ্বোধনের সময় এ তথ্য জানান সংশ্লিষ্টরা। 

রোববার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সংবাদ সম্মেলন কক্ষে আইসিটি সেলের আওয়াতাধীন এ প্রজেক্টের শুভ উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে এ নেটওয়ার্ক সিস্টেম চালু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘ আমাদের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের কাছে দ্রুত গতির ইন্টারনেট পৌঁছায় দেওয়া। শিক্ষার্থীদের দোরগোড়ায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর ছিল যবিপ্রবি প্রশাসন। যবিপ্রবি শিক্ষা ও গবেষণায় এগিয়ে যাচ্ছে, সেটাকে আরও ত্বরান্বিত করার জন্য এ দ্রুতগতির ইন্টাননেট সংযোগ দেওয়া হয়েছে।’

এ সময় দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনা ছাত্রী হলের রিডিং রুমকে ডিজিটাল করতে উন্নতমানের ফার্নিচার, এসি, দ্রুতগতির ইন্টারনেট সংযোগ স্থাপনের নির্দেশ দেন তিনি।

আইসিটি সেলের পরিচালক ড. ইঞ্জি. ইমরান খান বলেন, ‘প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে এটি চালু করা হচ্ছে। তবে কেউ অপব্যবহার করলে সেই ডিভাইস অথবা রুমের সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে। ল্যান পোর্ট থেকে রাউটারে কীভাবে সংযোগ দিতে হবে সেবিষয়ে ভিডিও প্রকাশ করা হবে যেন শিক্ষার্থীরা নিজেরাই সংযোগ দিতে পারে। তিনি শিক্ষার্থীদের এই ইন্টারনেট সঠিকভাবে ব্যবহারের জন্য অনুরোধ জানান।’

ওআ/

ইন্টারনেট ডিভাইস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250