মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় চাঁদপুরে ৩৫ জেলে আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৭ পূর্বাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

মা ইলিশ রক্ষায় নদীতে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ৩৫ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

আটক জেলেরা হলেন- সদর উপজেলার রাজরাজেশ্বর বেপারীকান্দি এলাকার আফজাল হোসেন (২৪), মতলব উত্তর মহেশখালী এলাকার মানিক (১৮), হাইমচর ইউনিয়নের চরভৈরবী এলাকার  আবুল কালাম, নূর  উদ্দিন হাওলাদার (২৫), শরীয়তপুরের তারাবুনিয়া বাককানন্দি এলাকার শাকিল মিজি (২১), খোরশেদ (২২), তারাবুনিয়া মোল্লাকান্দি এলাকার আলমগীর খান (২৮), আলামিন (২৯), শুকুর আলী (৩০), শাহ আলম (২৫), লিটন ঢালী (২৪), আজাদ (১৮), সালাম বেপারী (২২), আব্বাস আলী (২২), ইসমাইল (১৯), মনির (২৭), মোহাম্মদ সরকার (১৯), সোহেল দেওয়ান (১৮), মোবারক (২২), হযরত আলী (১৯), খলিল বেপারী (২৭)। বাকি ১৩ জন অপ্রাপ্তবয়স্ক।

নৌ-পুলিশ জানায়, নদীতে মা ইলিশ রক্ষায় চাঁদপুর নৌ-থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। রবিবার রাত ১২টা থেকে সোমবার সকাল পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সাত নৌকাসহ ৩৫ জনকে আটক করা হয়েছে। চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর, লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন ও হানারচর ইউনিয়নের পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

ওসি জানান, প্রাপ্তবয়স্ক জেলেদের বিরুদ্ধে পুলিশ মৎস্য সংরক্ষণ আইনে মামলা করে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। অপ্রাপ্ত জেলেদেরকে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

একে/ 

আটক নিষেধাজ্ঞা অমান্য মাছ শিকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন