শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কোটা পদ্ধতি থাকা উচিত, আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত: সারা হোসেন *** আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অসম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা *** দলিত সম্প্রদায়ের অবস্থার পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ: আনু মুহাম্মদ *** আর্সেনিকে ধান দূষণের ঝুঁকিতে, ক্যান্সারসহ স্বাস্থ্যে প্রভাব নিয়ে যা বলছে গবেষণা *** নতুন মুসলিম রাষ্ট্র গঠন নিয়ে জোর জল্পনা-কল্পনা *** ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি *** বাংলাদেশের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান *** 'পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লির সম্পর্ক' *** কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়িটির প্রসঙ্গে যা বললেন সুলতানা কামাল *** 'মঙ্গল শোভাযাত্রা' নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদনের প্রয়োজন হবে: ইউনেস্কো

পাকিস্তানের গোয়েদার বন্দরে চীনা ইঞ্জিনিয়ারদের উপর জঙ্গি হামলা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

পাকিস্তানের গোয়েদার বন্দরে কাজ করতে যাওয়া চীনা ইঞ্জিনিয়ারদের কনভয়ে হামলা চালিয়েছে জঙ্গিরা। এই হামলায় ইঞ্জিনিয়ারদের কারও মৃত্যু না হলেও পুলিশের পাল্টা জবাবে দুই জঙ্গির মৃত্যু হয়েছে।  

রবিবার (১৩ আগস্ট) এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে। 

হামলার ব্যাপারে দেশটির পুলিশ বলেছে, প্রতি দিনের মতো রবিবার গোয়েদার বন্দরের দিকে এক দল চীনা ইঞ্জিনিয়ার যাচ্ছিলেন। ফকির সেতুর কাছে আসতেই ওই কনভয় লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে কনভয়ের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা সেই হামলার জবাব দেন। দু’পক্ষের গোলাগুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন জঙ্গি। যদিও তারা সেই অবস্থাতেই পালিয়ে গেছে। পুলিশ পলাতক জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। 

এদিকে হামলার ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। দেশটির বেলুচিস্তান প্রদেশের সিনেটর সরফরাজ বুগতি এক টুইট বার্তায় এ প্রতিক্রিয়া জানান। তিনি টুইট বার্তায় লিখেন, “এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সৌভাগ্যবশত কোনও ইঞ্জিনিয়ারের প্রাণহানি হয়নি। তবে দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে শুনেছি।”

অপরদিকে এই হামলার দায় স্বীকার করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। তাদের দাবি, বালুচিস্তানে চীনের টাকায় যে উন্নয়নের কাজ হচ্ছে, তাতে সাধারণ মানুষের কোনও উপকার হবে না। 

হামলার পর বিএলএ এক বিবৃতি দিয়ে জানায়, গোয়েদারে চীনা ইঞ্জিনিয়ারদের উপর হামলা চালিয়েছে বিএলএ মজিদ ব্রিগেড। আগামী দিনে আরও হামলা চালানো হবে। 

এম.এস.এইচ/

চীন পাকিস্তান জঙ্গি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন