শনিবার, ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় 'সেভেন সিস্টার্সকে' বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত *** 'রোহিঙ্গা ইস্যুতে এখনই উপসংহারে পৌঁছানো উচিত হবে না' *** ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে থাকা ঈদের সিনেমার গান *** থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা *** ইউনূস–মোদির বৈঠকে 'আশার আলো' দেখছে বিএনপি *** ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক *** সম্পর্ক খারাপ হয়, এমন বক্তব্য পরিহার করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর *** সাড়া ফেলেছে নিশো–তমার ‘দাগি’, বেড়েছে শো *** রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার, প্রথম ধাপে যাবে ১ লাখ ৮০ হাজার *** ঈদে সিনেমা হলে কেন নেই ‘জ্বীন থ্রি’, যা বলছেন প্রযোজক

পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরে মার্কিন রাষ্ট্রদূতের সফর, উদ্বিগ্ন ভারত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৫ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীর সফর নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) নয়াদিল্লির এই উদ্বেগের কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিন এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি দাবি করেন, কেন্দ্রশাসিত গোটা জম্মু ও কাশ্মীর (পাকিস্তানের অংশসহ) যে ভারতের অবিচ্ছেদ্য অংশ, এটা তো সর্বজনবিদিত।

অরিন্দম বাগচি বলেন, ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান জানাতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের (পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীর) সফর নিয়ে ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে এ উদ্বেগের কথা জানানো হয়েছে।

সম্প্রতি পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীর সফর করেন ইসলামাবাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোম। তার সফর ছিল ছয় দিনের। ডোনাল্ড ব্লোমের সফরের পক্ষ নিয়ে এর আগে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারেচেত্তিও বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, সম্প্রতি ভারতে অনুষ্ঠিত জি–২০ সম্মেলনের সময় ভারত–নিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীরে সফর করা প্রতিনিধিদলেও ছিলেন ডোনাল্ড ব্লোম।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য সম্পর্কেও অরিন্দম বাগচিকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। এর উত্তরে তিনি বলেন, এই দুটি বিষয় একেবারেই আলাদা। একটির সঙ্গে আরেকটির তুলনীয় নয়।

আরো পড়ুন: ভারত থেকে একাধিক কূটনীতিককে সরিয়ে নিয়েছে কানাডা

সম্প্রতি পাকিস্তানের গিলগিট–বালতিস্তান (পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীর) সফরে যান মার্কিন রাষ্ট্রদূত ব্লোম। ছয় দিনের এই সফরে স্থানীয় প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

গত বছরও গিলগিট–বালতিস্তানের রাজধানী মুজাফফরাবাদ সফর করেন ব্লোম। এর আগে গত বছরের এপ্রিলেও অঞ্চলটি সফর করে যান মার্কিন প্রতিনিধি পরিষদের নারী সদস্য ইলহান ওমর।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এসকে/ 


পাকিস্তান ভারত রাষ্ট্রদূত কাশ্মীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন