বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘কর্মক্ষেত্রে কাজের চাপ পুরুষদের সমকামী করে তুলতে পারে’ *** মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার, সিনিয়র সহকারী সচিব কারাগারে *** নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, খোঁজ-খবর রাখবে *** ‘প্রধান উপদেষ্টা ব্যস্ত, তাই ৩৩২ নম্বর এআইকে পাঠিয়েছেন’ *** ‘একজন সাংবাদিক জেলখানায় আছে, অথচ কেউ কিছু লেখেননি’ *** রোনালদো কি ৩৬৩ কোটি টাকার বিলাসবহুল ‘রিটায়ার্ড হোম’ বিক্রি করে দিচ্ছেন *** নির্বাচন ও গণভোট ঘিরে উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন *** সাংবাদিক আনিস আলমগীরকে এবার দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো *** জনগণ যাকে নির্বাচিত করবে, সেই সরকারের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত *** পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৩৩ হাজার প্রবাসী, দেশে পৌঁছেছে ২৯৭২৮

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ থামাতে একসঙ্গে কাজ করবে চীন-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৮ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩

#

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। ছবি: সংগৃহীত

টানা ১৯তম দিনে গড়িয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। একের পর এক হামলা পাল্টা হামলা চলছেই। এমন পরিস্থিতিতে যুদ্ধ যাতে আরো বড় পরিসরে ছড়িয়ে না পড়ে এজন্য চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। খবর বিবিসির।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে যুক্তরাষ্ট্র এ যুদ্ধ নিয়ে কাজ করবে। নিরাপত্তা পরিষদের সদস্য এবং বিশেষ করে স্থায়ী সদস্যদের এ যুদ্ধ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য তাদের অনেক দায়িত্ব রয়েছে। এজন্য তিনি চীনের সাথে কাজ চালিয়ে যাচ্ছেন।

আগামীকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি সফরে যাওয়ার আগ মুহূর্তে যুদ্ধ নিয়ে কথা বললেন। যদিও তার এ সফরের মূল কারণ আগামী মাসে চীনের প্রেসিডেন্ট শি সিজনপিংয়ের সফর। তবে এ সফরে মধ্যপ্রাচ্য সংকট প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যের আগে মধ্যপ্রাচ্যে চীনের বিশেষ দূত জাই জুন যুদ্ধবিরতির জন্য এ অঞ্চলের বিভিন্ন দেশে সফর করেছেন। চীন এ অঞ্চলে তাদের প্রভাব বাড়িয়ে চলছে। দেশটির সহযোগিতায় ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপিত হয়েছে।

আরো পড়ুন: ইসরায়েলের ২ নারী বন্দিকে মুক্তি দিলো হামাস

এদিকে ইসরায়েলকে ব্যপক অস্ত্র সহায়তা দিলেও দেশটিতে গাজায় স্থল অভিযানে মত দিচ্ছে না যুক্তরাষ্ট্র। তাদের দাবি, গাজায় স্থল অভিযান শুরু হলে পরিস্থিতি রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে মোড় নেবে।

যুক্তরাষ্ট্র বলছে, গাজায় স্থল অভিযানের ফলে ইসরায়েলের জিম্মি ও বেসরামরিক লোকদের বিপদে ফেলতে পারে। এ ছাড়া এ অভিযানের ফলে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়বে। এজন্য তারা বিমান হামলা ও বিশেষ লক্ষ্যে স্পেশাল অপারেশন চালানোর তাগিদ দিয়েছে। যুক্তরাষ্ট্র আরও বলছে, ইসরায়েল গাজায় স্থল অভিযান করলে ইরাকের মসুল শহরের মতো হামাসও বেসামরিক লোকদের ঢাল হিসেবে ব্যবহার করতে পারে। এতে করে পরিকল্পনার চেয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

এসকে/ 

ফিলিস্তিন যুদ্ধ গাজা ইসরায়েল হামাস চীন-যুক্তরাষ্ট্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250