সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪২ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। ছবি: সংগৃহীত

কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি অব্যাহত রাখতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত। 

মঙ্গলবার (৯ই জানুয়ারি) নিয়মিত প্রেস কনফারেন্সে এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। এ তথ্য দিয়েছে ঢাকার চীনা দূতাবাস।

প্রেস কনফারেন্সে সাংবাদিকের প্রশ্ন ছিল, রোববার (৭ ই জানুয়ারি) বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফলের ঘোষণা অনুসারে, এখন পর্যন্ত প্রকাশিত ২৯৮ আসনের মধ্যে ২২২টি আসনে জয়লাভ করেছে আওয়ামী লীগ। যা ইঙ্গিত করে যে আওয়ামী লীগ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে। এ বিষয়ে আপনার মন্তব্য কি?

উত্তরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, পরিকল্পনা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশ ও জয়ী দল আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছে চীন।

তিনি আরও বলেন, বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে সদ্য সম্পন্ন নির্বাচনের পর আইন অনুযায়ী রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশকে দৃঢ়ভাবে সমর্থন করে বেইজিং। 

আরও পড়ুন: আওয়ামী লীগের বিজয়ে প্রধানমন্ত্রীকে চীনের অভিনন্দন

মাও নিং বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সম অবস্থান, পারস্পরিক সুবিধা ও অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ওপর ভিত্তি করে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা আরো প্রসার এবং চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বের জন্য বৃহত্তর অগ্রগতি অব্যাহত রাখতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত। কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি অব্যাহত রাখতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত। 

এসকে/ 

চীন আওয়ামী লীগ

খবরটি শেয়ার করুন