শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ব্রিটেনে প্রবেশ নিষিদ্ধ হচ্ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্যালেস্টাইনের ওপর সহিংসতার জন্য দায়ী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ব্রিটেনে প্রবেশ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। এর আগে ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) একই ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়। এক সপ্তাহের মধ্যে এমন ঘোষণা দিল যুক্তরাজ্য। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক) দেওয়া এক বার্তায় ক্যামেরন বলেছেন, ‘‘চরমপন্থী বসতি স্থাপনকারীরা প্যালেস্টাইনি বেসামরিকদের লক্ষ্যবস্তু বানিয়ে ও হত্যা করে ইসরায়েলি এবং প্যালেস্টাইনি নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করছে।’’

‘‘বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধ এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে কঠোর পদক্ষেপ নিতে হবে ইসরায়েলকে। আমরা বসতি স্থাপনকারীদের সহিংসতায় জড়িত ইসরায়েলিদের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দিচ্ছি। এটা নিশ্চিত করার জন্য আমাদের দেশ এই ভয়ানক কর্মকাণ্ডের সাথে জড়িতদের আবাসস্থল হতে পারে না।’’ 

এর আগে, ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী অ্যান্ড্রু মিচেল সংসদকে জানান, পররাষ্ট্রমন্ত্রী ক্যামেরন গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাথে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। 

সূত্র: রয়টার্স

এইচআ/ আই.কে.জে/


নিষিদ্ধ হামাস-ইসরায়েল যুদ্ধ ডেভিড ক্যামেরন চরমপন্থী

খবরটি শেয়ার করুন