শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট *** ফার্মেসির পরামর্শে ডায়রিয়াতেও শিশুকে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক: গবেষণা *** সরকারি জমিতে অবৈধ রেস্টুরেন্ট-মার্কেট, উচ্ছেদের দাবি স্থানীয়দের *** ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে বাধা দেখছেন না নজরুল ইসলাম খান *** আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য: প্রধান উপদেষ্টা *** শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বদরুদ্দীন উমর *** আমেরিকার সঙ্গে শুল্ক আলোচনায় বাণিজ্য উপদেষ্টা নিজের যোগ্যতা প্রমাণ করেছেন: জ্বালানি উপদেষ্টা

ভোট দিয়ে ছেলের কাঁধে বাড়ি ফিরলেন ১০৫ বছর বয়সী সোবহান বেপারী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

সোবহান বেপারীর বয়স এখন ১০৫ বছর। বয়স বেড়ে যাওয়ায় অনেকটাই হারিয়ে ফেলেছেন চলাচলের ক্ষমতা। চলাচলের জন্য প্রয়োজন হয় অন্যের সাহায্য।

তাই জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে সাহায্য নিতে হয়েছে ছেলে নূরু মিয়া বেপারীর। ভোট দেওয়া হলে ছেলের কাঁধে ভর দিয়েই বাড়ি ফিরেছেন তিনি।

রোববার (৭ই জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মাইজপাড়া ইউনিয়নের ১৬ নং পালের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।

আরো পড়ুন : ‘নির্বাচন নিয়ে দেশের কোথাও শঙ্কা নেই’

সোবহান বেপারী মাইজপাড়া ইউনিয়নের জপসা এলাকার মৃত সাকিম আলী বেপারীর ছেলে। তার পরিবারে স্ত্রী জমিলা বেগমসহ ৪ ছেলে ও ২ মেয়ে আছে।

সোবহান বেপারীর ছেলে নূরু মিয়া বেপারী বলেন, ‘বাবার বয়স হয়ে যাওয়ায় একা একা চলাফেরা করতে পারেন না। বাড়িতে আমার স্ত্রী ও ছেলে-মেয়েরা দেখাশোনা করেন। ভোটের কথা শুনে বাবা ভোট দিবেন বললেন তাই ভোট দিতে নিয়ে এসেছি।’

সোবহান বেপারি বলেন, ‘জানি না আল্লাহ কতো দিন বাঁচিয়ে রাখে। জীবনের শেষ সময়ে এসে ভোট দিতে পেরে ভীষণ ভালো লাগছে। খুব ভালোভাবেই ভোট দিয়েছি।

কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মুজাম্মেল হাওলাদার জানান, সকাল থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর করে ঘটনা ঘটেনি। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা আছে ৩ হাজার ৭০৫।

এস/ওআ


ছেলের কাঁধ সোবহান বেপারী ১০৫ বছর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন