শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন চীনা রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার প্রস্ততি নিচ্ছেন চীনা রাষ্ট্রদূত ঝাই জুন। ইসরায়েল-হামাস সংঘাত বন্ধের বিষয়ে চাপ সৃষ্টি করতে মধ্যপ্রাচ্যে যাবেন তিনি। রবিবার (১৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে বলা হয়েছে, দুই পক্ষের সঙ্গে যুদ্ধবিরতি, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, পরিস্থিতি সহজ করতে এবং শান্তি আলোচনার জন্য সমন্বয় করবেন ঝাই জুন।

গত শুক্রবার চীনে আরব লীগের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে রাষ্ট্রদূত সিসিটিভিকে বলেন, ইসরায়েল-ফিলিস্তিনির সংঘর্ষ ‘আরও ছড়িয়ে পড়ার’ সম্ভাবনা নিয়ে আমি গভীরভাবে চিন্তিত।

আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল-গাজার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রাশিয়া। তার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিকট এক পৃষ্ঠার খসড়া প্রস্তাব দিয়েছে দেশটি।

প্রস্তাবে বলা হয়েছে, জিম্মিদের মুক্তি দিতে হবে, মানবিক সহায়তা সরবরাহ করতে হবে এবং প্রয়োজন হলে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। সেই সঙ্গে খসড়া প্রস্তাবে বেসামরিক মানুষজনের ওপর সব ধরনের নৃশংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা করা হয়েছে।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের আজ নয় দিন। এতে এখন পর্যন্ত এক হাজার ৩০০ ইসরায়েলি ও দুই হাজার ২১৫ ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।

একে/

মধ্যপ্রাচ্য সফর চীনা রাষ্ট্রদূত ঝাই জুন

খবরটি শেয়ার করুন