শনিবার, ১১ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন *** ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম

মধ্যম বাজেটে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফোন রেডমি!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

চলতি বছরের মার্চ মাসে রেডমি নোট ১২ টার্বো লঞ্চ হয়েছিল। এই প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্চফোনটি ২৫৬ জিবি, ৫১২ জিবি, এবং ১ টিবি স্টোরেজ অপশনে সহজলভ্য ছিল। আর এখন ফোনটির সাশ্রয়ী মূল্যের বিকল্প হিসেবে ১২৮ জিবি স্টোরেজ ভার্সন বাজারে এসেছে।

মডেলটির মেমরি কনফিগারেশনের সাথে, রেডমি নোট ১২ সিরিজের টার্বো মডেল ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ – এই পাঁচটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে বর্তমানে। 

নতুন সংস্করণটির দাম ও অন্যান্য বিবরণঃ 

রেডমি নোট ১২ টার্বো-এর নতুন সংস্করণ ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজসহ এসেছে এবং চীনে যার দাম রাখা হয়েছে ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২০,৬০০ টাকা)। এটিই নোট ১২ টার্বো-এর সবচেয়ে সস্তা মডেল। তবে, এটি শুধু চীনে প্রাপ্য এবং বিশ্ববাজারে কবে প্রবেশ করবে, সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। 

রেডমির এই প্রিমিয়াম মিড-রেঞ্জ ফোনটির বৈশিষ্ট্য : 

রেডমি নোট ১২ টার্বো-এ ফুলএইচডি+ রেজোলিউশন সহ ৬.৬৭ ইঞ্চির ওলেড স্ক্রিন ডিসপ্লে রয়েছে৷ ডিসপ্লেটি ১,০০০ নিট পিক ব্রাইটনেস, ১০০ শতাংশ ডিসিআই-পি৩ কালার গ্যামট, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ডলবি ভিশন এবং এইচডিআর১০+ সাপোর্ট করে। 

পারফরম্যান্সের জন্য, এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং সর্বোচ্চ ১ টিবি ইউএফএস ৩.১ স্টোরেজ অফার করে।

হিট ডিসিপেশনের জন্য, স্মার্টফোনটিতে একটি ৩,৭২৫ মিলিমিটারের ভেপার কুলিং চেম্বার আছে। রেডমি নোট ১২ টার্বো অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মিউ ১৪ ইউজার ইন্টারফেসে রান করে। ফটোগ্রাফির জন্য, রেডমি নোট ১২ টার্বো-এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স অবস্থান করছে।

আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। পাওয়ায় ব্যাকআপের জন্য, রেডমি নোট ১২ টার্বো ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও কানেক্টিভিটির জন্য, এই রেডমি ফোনটিতে ডুয়েল ৫জি সাপোর্ট, ওয়াই-ফাই ৬, এনএফসি, ব্লুটুথ, আইআর ব্লাস্টার এবং একটি ৩৫ মিলিমিটারের হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত রয়েছে।

এসকে/  আই. কে. জে/ 

রেডমি ফোন সবচেয়ে শক্তিশালী ফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250