বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মানব পাচারকারী চক্রের দুই ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫৪ পূর্বাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ১৯ যুবককে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে  মিয়ানমারে আটকে রেখে মুক্তিপণ আদায়সহ একজনকে হত্যার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (১৯ আগস্ট) নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) সকালে এক খুদে বার্তায় র‍্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

র‍্যাব বলছে, মালয়েশিয়ায় উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১৯ যুবককে মিয়ানমারে নিয়ে আটকে রেখে মুক্তিপণ আদায় করে মানব পাচারকারী চক্র।

সংঘবদ্ধ এই মানব পাচারকারীদের নির্যাতনে জহুরুল ইসলাম নামের নারায়ণগঞ্জের এক যুবক মারা গেছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে মানব পাচারকারী চক্রের প্রধান ইসমাইলসহ দুজনকে আটক করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে নারায়ণগঞ্জের ওই যুবকদের মিয়ানমারের কোথায় আটকে রাখা হয়েছিল, কারা এই মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত, কত টাকা তারা আত্মসাৎ করেছে-এসব বিস্তারিত তথ্য আজই সংবাদ সম্মেলন করে জানানো হবে।

এম.এস.এইচ/ 

মানব পাচারকারী

খবরটি শেয়ার করুন