শনিবার, ১১ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন *** ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম

নিষেধাজ্ঞা সত্ত্বেও মেট্রোরেল সংলগ্ন এলাকায় ওড়ানো হয় ফানুস

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১২:৩৪ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিধিনিষেধ সত্ত্বেও থার্টি ফার্স্ট নাইটে উড়ানো ফানুস আটকে পড়েছিল উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত মেট্রোরেলের তারে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে রাতেই দীর্ঘ এই ২০ কিলোমিটার রুটে তারে আটকে থাকা ফানুসগুলো অপসারণ করেন ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মীরা।

ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটে মেট্রোরেলের তারে আটকে পড়া ফানুস রাত জেগে পরিষ্কার করা হয়েছে। কর্মীরা পায়ে হেঁটে পুরো রুট থেকে ৩৮টির বেশি ফানুস অপসারণ করেছেন। রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত টহল দিয়ে বিভিন্ন এলাকায় মেট্রোরেলের তারে আটকে থাকা এসব ফানুস সরানো হয়। এ কারণে পরদিন মেট্রোরেল নির্দিষ্ট সময়ে চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি।

আরো পড়ুন: থার্টি ফার্স্ট নাইট উদযাপন: উচ্চ শব্দ নিয়ে ৯৭১ অভিযোগ

মেট্রোরেল পরিচালনকারী ডিএমটিসিএলের ম্যানেজার (সিভিল অ্যান্ড পি-ওয়ে) মাহফুজুর রহমান বলেন, পুরো পথে মেট্রোরেলের তারে ফানুস আটকা পড়েছিল। রাতভর আমাদের কর্মীরা এগুলো অপসারণ করেছে। ফলে সোমবার সকালে মেট্রোরেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। আমরা বারবার নিষেধ করা সত্ত্বেও মেট্রোরেল রুট সংলগ্ন এলাকায় ফানুস উড়ানো হয়, এটি খুবই দুঃখজনক। মেট্রোরেল আমাদের জাতীয় সম্পদ। এর প্রতি সবার যত্নবান হওয়া জরুরি।

ডিএমটিসিএল জানায়, ইংরেজি নতুন বছর বরণের উৎসবে এ ধরনের ঘটনা ঘটতে পারে, এমন আশঙ্কা আগে থেকেই ছিল। এজন্য মেট্রোর পুরো রুটকে ছয়টি সেকশনে ভাগ করে পেট্রলিং করা হয়। আটকে থাকা ৩৮টি ফানুস অপসারণ করা হয়। বৈদ্যুতিক তারে কোনো ধরনের বস্তু বিশেষ করে মেটালিক কিছু থাকলে তা সমস্যা তৈরি করতে পারে। স্পার্কিং হলে রেল চলাচল বাধাগ্রস্ত হয়।

গত বছরও থার্টি ফার্স্ট নাইটে মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর ফানুস আটকে যায়। এতে দুর্ঘটনা এড়াতে মেট্রোর চলাচল শুরু হয়েছিল দুই ঘণ্টা দেরিতে।

গত ২৮শে ডিসেম্বর ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক ইংরেজি নববর্ষ উদযাপনে মেট্রোরেলের এক কিলোমিটার এলাকার মধ্যে ফানুস উড়ানো বা আতশবাজি না করতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছিলেন। এছড়া ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও থার্টি ফার্স্ট নাইটে এ বিষয়ে বিধিনিষেধ দেওয়া হয়েছিল। 

এইচআ/ আই. কে. জে/ 


মেট্রোরেল থার্টি ফার্স্ট নাইট ফানুস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250